For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বদ্রীনাথের শ্লীলতাহানি' মজার বিষয় নয়'...মহিলা সমাজকর্মীদের চোখ রাঙানির মুখে পরিচালক!

মুক্তির পর থেকে মোটের ওপর ভালই ব্যবসা করছে 'বদ্রীনাথ কি দুলহনিয়া'। কিন্তু ছবিতে বদ্রীনাথের একটি শ্লীলতাহানির দৃশ্য ঘিরে সমস্যায় পড়েছেন ছবির পরিচালক।

Google Oneindia Bengali News

মুক্তির পর থেকে মোটের ওপর ভালই ব্যবসা করছে 'বদ্রীনাথ কি দুলহনিয়া'। কিন্তু ছবিতে বদ্রীনাথের একটি শ্লীলতাহানির দৃশ্য ঘিরে সমস্যায় পড়েছেন ছবির পরিচালক।

ছবির দৃশ্যে দেখানো হয়েছে, অন্ধকার গলিতে একদল গুণ্ডা বদ্রীনাথ ওরফে বরুণ ধাওয়ানের শ্লীলতাহানি করে। আলিয়া ভট গিয়ে তাকে উদ্ধার করে। ছেঁড়া ফাটা জামায় দাঁড়িয়ে বরুণ। আলিয়া নিজের ওড়না দিয়ে বরুণের গা ঢেকে তার সম্মান রক্ষা করে। কিন্তু এই ঘটনায় বাকি বন্ধুরা প্রচণ্ড হাসি ঠাট্টা করে এবং মজা নেয়।

'বদ্রীনাথের শ্লীলতাহানি' মজার বিষয় নয়'...মহিলা সমাজকর্মীদের চোখ রাঙানির মুখে পরিচালক!

তবে সবাই এই ঘটনাতে মজা হিসাবে দেখছেন না। শ্লীলতাহানির মতো স্পর্ষকাতর বিষয়কে যেখানে পীড়িত পুরুষ হোক বা মহিলা কেন এভাবে খিল্লি করা হল তা নিয়ে ছবির প্রযোজক করণ জোহর এবং পরিচালক শশাঙ্ক খৈতানকে তীব্র সমালোচনার মধ্যে পড়তে হয়।

যদিও ছবির পরিচালকের যুক্তি, কোনও ভাবেই তিনি শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধকে নিয়ে ঠাট্টা বা বিদ্রুপ করতে চাননি। তিনি শুধু অভিনেতার অসহায়তা কমিকাল ভঙ্গিতে দেখাতে চেয়েছিলেন। কিন্তু মহিলা সমাজকর্মীরা এ যুক্তি কানে তুলতে নারাজ।

English summary
Women’s Activists Up In Arms Against Badrinath Ki Dulhania's 'Male Molestation' Scene!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X