For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) জেনে নিন সলমনের প্রত্যাখ্যাত কোন সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে

  • |
Google Oneindia Bengali News

বলিউডের সেরার সেরা অভিনেতাদের একজন সলমন খান। তাঁর সিনেমা বেরনো মানেই বক্সঅফিসে একের পর এক রেকর্ড তৈরি করা।

এতদিনে সলমনের ঢের সিনেমা বক্সঅফিসে নানা রেকর্ড তৈরি করেছে। তবে জানেন কি তিনি এমন কিছু সিনেমার প্রস্তাবে না করেছেন, যে সিনেমাগুলি মুক্তি পাওয়ার পর সুপারহিট, মেগাহিট হয়েছে।

একদা এক ইন্টারভিউয়ে শাহরুখ খান বলেছিলেন, "সলমন খান, আমির খানের ছেড়ে দেওয়া সিনেমায় অভিনয় করে আমি তারকা হয়েছি।" শুনতে আজব মনে হলেও কথাটি একশো শতাংশ সত্যি।

অনেকেই জানেন না, ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নেওয়া শাহরুখ-কাজল অভিনীত ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' প্রথমে সলমনকে অফার করা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় তা শাহরুখকে দেওয়া হয়, বাকিটা ইতিহাস। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, এছাড়া আর কি কি সিনেমা সলমন ছেড়েছেন যা নিয়ে পড়ে হয়ত হাত কামড়াছেন তিনি।

কল হো না হো

কল হো না হো

শাহরুখের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে চাননি সলমন। পরে সেই রোলটি দেওয়া হয় সঈফ আলি খানকে।

জোশ

জোশ

সেইসময়ে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সলমন। সেখানে তাঁর ভাইয়ের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। পরে সেই চরিত্রে অভিনয় করেন শাহরুখ।

গজনী

গজনী

আমির নিজে 'গজনী'-র জন্য সলমনের নাম সুপারিশ করেন। তবে অজানা কারণে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন সলমন। পরে আমির নিজে এই চরিত্রে অভিনয় করেন।

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

সলমনকে মাথায় রেখেই এই সিনেমার গল্প লেখা হয়েছিল। পরে ডেটের সমস্যার কারণে সিনেমাটি শাহরুখকে অফার করা হয়।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে

শুনতে অবাক লাগছে? যশরাজ ফিল্মসের কাছে হিরো হিসাবে এই সিনেমাতেও প্রথম পছন্দ ছিলেন সলমনই। তবে এখানেও অজানা কারণে পিছিয়ে আসেন সলমন।

বাজিগর

বাজিগর

এই সিনেমাটিও প্রথমে সলমনকে অফার করা হয়েছিল। তবে নেগেটিভ চরিত্র থাকায় সম্ভবত পিছিয়ে আসেন সলমন। এই সিনেমা শাহরুখকে বলিউডে প্রতিষ্ঠা দিয়েছে।

শুদ্ধি

শুদ্ধি

ফের একবার ডেট সমস্যার জন্য করণ জোহরের আগামী সিনেমা 'শুদ্ধি' থেকে পিছিয়ে আসেন সলমন। সেই রোলটি বরুণ ধাওয়ানকে দেওয়া হয়েছে।

ফারহান আখতারের সিনেমা

ফারহান আখতারের সিনেমা

ফারহানের একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সলমন। সলমনের পিতা সেলিম খান ও ফারহানের পিতা জাভেদ খানের মধ্যে সম্পর্কের অবনতিই এর প্রধান কারণ বলে মনে করেন অনেকে।

আনন্দ এল রাইয়ের প্রস্তাব

আনন্দ এল রাইয়ের প্রস্তাব

তনু ওয়েডস মনু-র পরিচালক আনন্দ এল রাইয়ের প্রস্তাবও সলমন ফিরিয়ে দিয়েছেন বলে খবর।

English summary
Super Hit Bollywood Movies That Salman Khan Rejected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X