For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) 'বাদশা' সিনেমার ১৬ বছর পূর্ণ, নানা ঘটনা যা এখনও অজানা

  • |
Google Oneindia Bengali News

বলিউডের কিং খান শাহরুখ খানের 'বাদশা' সিনেমাটি মনে আছে? আব্বাস-মস্তানের পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, টুইঙ্কল খান্না, জনি লিভার অভিনীত এই রোমান্টিক-কমেডি সিনেমাটি। [একসঙ্গে মুক্তি পাওয়া এই সিনেমাগুলিকে বক্সঅফিসে কুপোকাত করেছেন শাহরুখ]

নয় নয় করে ষোলো বছর পূর্ণ করল সিনেমাটি। যদি মনে করে থাকেন এতে আর আশ্চর্যের কী রয়েছে, বহু বলিউড সিনেমাই এই সময় পার করেছে। তবে ট্যুইস্ট এখানেই। [দীপিকার উপরে রেগে কাঁই শাহরুখ, জেনে নিন কেন]

নিচের স্লাইডে দেখে নিন, বাদশা সিনেমাটি দেখলেও এটি সম্পর্কে কোন কোন তথ্য আপনার এখনও অজানা। [বলিউডের নতুন জুটি শাহরুখ-জ্যাকলিন?]

টুইঙ্কলের পতন

টুইঙ্কলের পতন

বাদশা সিনেমাটির একটি রোমান্টিক গান 'হ্যাম তো দিওয়ানে হুয়ে ইয়ার' গানটি শ্যুটিং বৃষ্টিতে ভিজে করতে করতে হঠাৎ কাদায় পড়ে একেবারে মাখামাখি অবস্থা হয়েছিল টুইঙ্কলের।

প্রথম পছন্দ করিশ্মা

প্রথম পছন্দ করিশ্মা

শাহরুখের বিপরীতে টুইঙ্কল নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা কাপুর। তিনি কোনওভাবে তা না করায় তা জোটে টুইঙ্কলের কপালে।

ডিজাইনার মনীশ

ডিজাইনার মনীশ

এই সিনেমায় টুইঙ্কলের কস্টিউম ডিজাইন করেন মনীশ মালহোত্রা।

অষ্টম সবচেয়ে বেশি আয়ের ছবি

অষ্টম সবচেয়ে বেশি আয়ের ছবি

সারা বিশ্ব মিলিয়ে সেবছর অর্থ রোজগারের হিসাবে অষ্টম স্থানে শেষ করেছিল বাদশা যা তখনকার দিনে অনেক বড় স্বীকৃতি।

হলিউড থেকে অনুপ্রাণিত

হলিউড থেকে অনুপ্রাণিত

'নিক অব টাইম', 'রাশ আওয়ার', 'ইফ লুকস কুড কিল', 'মিস্টার নাইস গাই', 'দ্য মাস্ক' ইত্যাদি হলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত।

টেরিফিক ট্রায়ো

টেরিফিক ট্রায়ো

এই সিনেমায় কোরিওগ্রাফার হিসাবে একসঙ্গে কাজ করেছিলেন ফারহা খান, গণেশ আচারিয়া ও গীতা কাপুর।

টুইঙ্কলের হেয়ার স্টাইল

টুইঙ্কলের হেয়ার স্টাইল

এই সিনেমায় টুইঙ্কলের হেয়ার স্টাইল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়। শেষ পর্যন্ত এই হেয়ার স্টাইলটিই চূড়ান্ত হয়।

বাদশা বলে স্বীকৃতি

বাদশা বলে স্বীকৃতি

কাকতালীয় হলে এই সিনেমার নামেই পরে পরিচিত হন শাহরুখ 'বাদশা'।

ফিল্মফেয়ারে মনোনীত

ফিল্মফেয়ারে মনোনীত

এই সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা কৌতুল রোলের জন্য মনোনীত হন শাহরুখ।

সঙ্গীত পরিচালক

সঙ্গীত পরিচালক

এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন অনু কাপুর। সিনেমায় মোট ৬টি গান রয়েছে এবং সবকটিই দৈর্ঘ্যে ৬ মিনিটের বেশি।

English summary
Some Unknown Facts About Shahrukh Khan Starrer Baadshah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X