For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়পুরে 'পদ্মাবতী'-র সেটে হামলা, মারধর পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে

রাজস্থানে শ্যুটিং চলছিল সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী সিনেমা পদ্মাবতী-র। আর সেখানেই রাজপুত গোষ্ঠীর বিক্ষুব্ধকারীরা এসে পরিচালক বনশালীকে মারধর করে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

জয়পুর, ২৮ জানুয়ারি : রাজস্থানে শ্যুটিং চলছিল সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী সিনেমা পদ্মাবতী-র। আর সেখানেই রাজপুত গোষ্ঠীর বিক্ষুব্ধকারীরা এসে শ্যুটিং বন্ধ করে দেয়, হাঙ্গামা চালায়। এমনকী পরিচালক বনশালীকে মারধর করে বলে অভিযোগ।[(ছবি) পদ্মাবতী ছবিতে দীপিকার লুক দেখলে মুগ্ধ হয়ে যাবেন!]

বনশালী নিজের গোটা ইউনিট নিয়ে শ্যুটিং করছিলেন রাজস্থানের জয়গড় দুর্গে। সেখানেই এই হামলা চালানো হয়েছে। অভিযোগ রাজপুত সংষ্কৃতিকে বিকৃত আকারে সিনেমায় তুলে ধরার চেষ্টা করছেন বনশালী। আর এই বিশৃঙ্খলার জেরে অপমানিত বনশালী সেখানে আর শ্যুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন।[কেন দীপিকার পারিশ্রমিক ১০ কোটি টাকা, ফাঁস করলেন ঈর্ষাণ্বিত অভিনেত্রী!]

জয়পুরে 'পদ্মাবতী'-র সেটে হামলা, মারধর পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে

শুক্রবার জয়গড় দুর্গের ভিতরে যখন শ্যুটিং চলছিল তখন কারনি সেনা ভিতরে ঢুকে পড়ে। সেখানে পরিচালক সঞ্জয় লীলা বনশালী ছাড়াও ছিলেন সিনেমার অভিনেতা-অভিনেত্রী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে বিক্ষোভকারীরা এসেই সঞ্জয়কে পাকড়াও করে, ঘিরে ধরে মারধর করে, চড় কষায়। এমনকী গোটা সেটা ভাঙচুর চালানো হয়।[(ছবি) এই ছবিগুলি তোলার সময় তৈরি ছিলেন না দীপিকা, আর তাই তো এই মজাদার সব অঙ্গভঙ্গি!]

কারনি সেনার তরফে বলা হয়, সিনেমায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর আগে আমরা এই নিয়ে সতর্ক করেছিলাম। তবে তা শোনা হয়নি। তাই শ্যুটিংয়ের খবর পেয়েই আমরা এসে প্রতিবাদ করেছি। ইতিহাসকে কেউ বিকৃত করলে তা সহ্য করা হবে না।[(ছবি) বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন]

এই ঘটনার পরে পুলিশ সূত্রে খবর, পরিচালক বনশালীর তরফে কারনি সেনার সঙ্গে বৈঠক করা হয়। সেখানেই তাঁরা জানিয়ে দেন, এখানে শ্যুটিং করবেন না। এবং তাদের দাবি মাথায় রাখা হবে। তবে কোনও পক্ষই এফআইআর করেনি বলে জানিয়েছেন স্থানীয় ডেপুটি পুলিশ সুপার অংশুমান ভোমিয়া।

English summary
Sanjay Leela Bhansali slapped, punched, 'Padmavati' shooting stalled by Rajput group in Jaipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X