For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলে সলমনের সঙ্গে কোনওদিনও কাজ করবেন না সলিম খান, কারণটা জানলে অবাক হবেন!

সলমনের জন্য কোনওদিনও চিত্রনাট্য লিখবেন না সলিম খান। কারণটা কিন্তু যথার্থ। জানলে আপনিও তাই বলবেন।

Google Oneindia Bengali News

বাবা অন্ত প্রাণ সলমন খান। এত বড় স্টার হওয়া সত্ত্বেও পরিবারের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও চুটিয়ে কাজ করে চলেছেন সলমন। তবে সলমনের সঙ্গে কোনওদিনও সুযোগ পেলেও কাজ করতে চান না বাবা সলিম খান।[৫১ নয়, সলমন খানের বয়স ৬৪ বছর?]

না না অভিনয় নয়, সলমনের জন্য কোনওদিনও চিত্রনাট্য লিখবেন না সলিম খান। যারা জানেন না এই তথ্য তাদের জন্য। আসলে জাভেদ আখতার এবং সলিম খান ভারতীয় সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার জুটি সলিম জাভেদ। পরে তারা আলাদা কেজ করতে শুরু করেন। ১৯৯১সালে সলমনের জন্য পাত্থর কে ফুল ছবির চিত্রনাট্য লিখেছিলেন সলিম।[সেকি! বাবা হতে চলেছেন সলমন খান?]

ছেলে সলমনের সঙ্গে কোনওদিনও কাজ করবেন না সলিম খান, কারণটা জানলে অবাক হবেন!

সলমনের জন্য ফের একবার চিত্রনাট্য লিখবেন কিনা, সলিম খানের কাছে জানতে চাওয়া হলে, সলিম খান সরাসরি না বলে দেন। তার কারণটা অবশ্য খুবই সঠিক।[হৃতিক নয়, সলমন-আমিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কর, শাহরুখকে উপদেশ দিলেন ইনি!]

সলিম খানের কথায়, একটা ছবি হিট হলে ছবির চিত্রনাট্যকার বা পরিচালক তার কৃতিত্ব পায় না। আর সলমনের মতো সুপারস্টারদের জন্য চিত্রনাট্য লেখায় ফেল করার ঝুঁকি থেকেই যায়।[জন্মদিনের বড় চমক, নিজেই ফাঁস করলেন সলমন!]

প্রবীন অভিজ্ঞ এই চিত্রনাট্যকারের মতে, ছেলের জন্য ফ্লপ গল্প লেখার একটা মানসিক চাপ থাকে। তার উপর ছবি হিট হলেও কোনও কৃতিত্ব নেই। এককথায় বলতে গেলে উভয় পরিস্থিতিতেই চিত্রনাট্যকারের হার হবে। আদর্শ পিতা হলেও যে কথাগুলি সলিম খান বলেছেন তা রূঢ় বাস্তব। তবে আজকাল তাও ক্যামেরার পিছনের মানুষগুলিকেও উৎসাহ দেওয়ার জন্য নানা পদ্ধতি রয়েছে যা ভাল বলেও মন্তব্য করেছেন সলিম খান।

English summary
Salman Khan’s father Salim Khan will NEVER work with him! The reason will shock you!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X