For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাপি নিউ ইয়ার দীপাবলীতে মুক্তি পাওয়া ১১ তম ছবি শাহরুখ খানের

Google Oneindia Bengali News

দীপাবলী এবং বলিউডের কিং খান শাহরুখের একটা যেন অন্যই সংযোগ রয়েছে। শাহরুখের হিট ছবির অধিকাংশই দীপাবলীতেই মুক্তি পেয়েছে। আজ দীপাবলী। আর আজই মুক্তি পেতে চলেছে ফারহা খানেক মাল্টিস্টারার ছবি হ্যাপি নিউ ইয়ার। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহরুখ খান। আর এই ছবি শাহরুখের ১১ তম ছবি যা দীপাবলীতে মুক্তি পেল। কিন্তু মনে পড়ে সে ছবিগুলি যেগুলি দীপাবলীতে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল।

আসুন দেখে নেওয়া যাক শাহরুখেক প্রথম ১০ দীপাবলী ধামাকা ছবি।

 বাজিগর (১৯৯৩)

বাজিগর (১৯৯৩)

আব্বাস মস্তানের এই থ্রিলার ছবি শাহরুখকে কিং খান হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিল। শাহরুখ-কাজলের হিট জুটি এই ছবিতে লোকে প্রচন্ডবাবে পছন্দ করেছিল। বাজিগরই শাহরুখের প্রথম ছবি যেখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)

মুম্বইয়ের মারাঠা মন্দিরে সম্প্রতি ১০০০ সপ্তাহ টানা চলার রেকর্ড গড়েছে শাহরুখের এই ছবি। ভারতীয় সিনেমার ইতিহাসের এক মাইলফলক এই ছবি। রাজ-সিমরনের রসায়ন বলিউডপ্রেমীরা কখনও ভুলবে না। দীপাবলিতে মুক্তি পাওয়া এই ছবি ভারতীয় সিনেমার সেরা রোম্যান্টির ছবির মধ্যে অন্যতম।

দিল তো পাগল হ্যায় (১৯৯৭)

দিল তো পাগল হ্যায় (১৯৯৭)

প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার এই ছবিটি তরুণ সমাজে প্রচন্ডভাবে গ্রহণীয় ছিল। উত্তম সিংয়ের গানে মাধুরি-শাহরুখের অনস্ক্রিন ম্যাজিকে বক্সঅফিসে লক্ষীলাভ তো হয়েইছিল, প্রচুর পুরস্কারও জিতেছিল এই ছবি। করিশ্মা কাপুর ও অক্ষয় কুমারও এই ছবিতে ভাল সঙ্গত দিয়েছিলেন।

কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)

কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)

বন্ধুত্ব ও ভালবাসা নিয়ে করণ জোহরের এই ছবি শাহরুখের ডিডিএলজে-র পরে সবচেয়ে বড় দিওয়ালি ধামাকা।

মহব্বতে (২০০০)

মহব্বতে (২০০০)

এই ছবিতে ফের অভিনয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন বিগ বি। যা এখনও অব্যাহত। এই ছবিও প্রেম ও সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি। প্রায় ৩ ঘন্টা ২৬ মিনিটের এই লম্বা ছবি যে দর্শকদের এক মুহুর্তের জন্যও বিরক্ত করেনি তার উদাহরণ বক্স অফিসে এই ছবির ব্যপক লক্ষ্মী লাভ।

বীর জারা (২০০৪)

বীর জারা (২০০৪)

ইন্দো-পাক প্রেমের কাহিনী নিয়েই এই ছবি। পাক কন্যের (প্রীতি জিনটা) ভারতীয় জওয়ানের সঙ্গে প্রেম হওয়া। এই ছবিতে প্রথমবার শাহরুখকে বৃদ্ধের ভূমিকাতেও দেখা গিয়েছিল।

ডন (২০০৬)

ডন (২০০৬)

২৮ বছর আগের বিগ বি ডম ছবির রিমেকে ফের দেখা গেল শাহরুখকে। দিওয়ালি উপলক্ষে ফারহান আখতারের এই নয়া ডন আনন্দ দিল দর্শকদের।

ওম শান্তি ওম (২০০৭)

ওম শান্তি ওম (২০০৭)

এই ছবিতেই শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করেন দীপিকা পাডুকোন। এই ছবির কিছুটা অংশ বিমল রায়ের মধুমতি থেকে নেওয়া। পুরনো দিনের স্টাইলে এই ছবিতে দেখা গিয়েছে শাহরুখকে।

রা.ওয়ান (২০১১)

রা.ওয়ান (২০১১)

শাহরুখের দিওয়ালি ব্লকবাস্টারের মধ্যে এই ছবি সবচেয়ে দুর্বল। বক্স অফিসে যদিও যথেষ্ট সাফল্যই পেয়েছিল এই ছবি।

যব তক হ্যায় জান (২০১২)

যব তক হ্যায় জান (২০১২)

শাহরুখের আর একটি প্রেমের ছবি। এই ছবির প্রেক্ষাপট সেভাবে সেভাবে বিশ্বাসযোগ্য না হলেও শাহরুখ খানের ভক্তরা এই ছবির আবেগকে প্রাধান্য দিয়েছিল।

English summary
Shah Rukh Khan's Diwali Connection: Happy New Year is His 11th Diwali Release
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X