For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দাবি প্রাক্তন ম্যানেজারের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে এখনও শোকস্তব্ধ গোটা দেশ। সবাই যখন প্রত্যুষার মৃত্যুর কারণ নিয়ে হতবাক সবাই তখনই প্রিয়াঙ্কা চোপড়ার মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা করার মতো বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তাঁর প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু।

এখন প্রিয়াঙ্কাকে দেখে অত্যন্ত আত্মবিশ্বাসী ও শক্ত মনের মানুষ বলে মনে হলেও যখন বলিউডে পা জমানোর চেষ্টা চালাচ্ছিলেন পি-সি তখন কিন্তু খুবই দুর্বল মনের ছিলেন। নিজেকে সারাক্ষণ অসুরক্ষিত ভাবতেন। জাজুর দাবি, ২-৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলন প্রিয়াঙ্কা, কিন্তু তিনি কোনও মতে প্রিয়াঙ্কাকে আটকে নেন। এই নিয়ে একাধিক টুইট করেন জাজু।

(ছবি) ৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দাবি প্রাক্তন ম্যানেজারের!

পাশাপাশি তিনি এও বলেন, প্রিয়াঙ্কা এবং তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড অসীম মার্চেন্টের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। প্রিয়াঙ্কা তা নিয়ে কান্নাকাটি করতেন এবং মাঝরাতে তাকে ডেকে পাঠাতেন। জাজুর অভিযোগ, একবার অসীমের সঙ্গে ঝগড়ার পর মুম্বই ভাসাই এলাকায় গাড়ি নিয়ে আত্মহত্যা করতে চলে যান প্রিয়াঙ্কা। সেখান থেকে প্রিয়াঙ্কাকে কোনও মতে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসেন জাজু।

অন্য একটি টুইটে জাজু বলেন, অসীমের মায়ের সঙ্গে ঘণিষ্ঠ ছিলেন প্রিয়াঙ্কা। ২০০২ সালে অসীমের মায়ের মৃত্যুর পর বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এরপর নাকি জানালায় গ্রিল লাগানো না পর্যন্ত প্রিয়াঙ্কাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।

অনেকেই জানেন, প্রিয়াঙ্কার সঙ্গে জাজুর সম্পর্ক মোটেই ভাল না। এই সম্পর্ক আরও খারপ হয়ে যায় যখন জাজুকে না জানিয়েই তার চুক্তি ভেঙে দেন প্রিয়াঙ্কা। এর পরেই প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন জাজু। এরপর ২০০৮ সালে প্রিয়াঙ্কার বাবা জাজুর বিরুদ্ধে মেয়ের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য মামলা করেন। যার ফলে ৬৭ দিন জেলে কাটাতে হয় জাজুকে।

একাধিক টুইট করে প্রিয়াঙ্কার সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন জাজু।

English summary
Priyanka Chopra tried committing suicide, claims ex-manager
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X