For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে গেলেন সানি লিওন, ১০০ জন বিরুদ্ধে দায়ের হল মামলা, আসল ঘটনাটা কী

রিটেল স্টোর Fone4 এর একটি শোরুম উদ্বোধন করতে সানি কোচিতে গিয়েছিলেন। এই ঘটনায় ভিড়ের দায়ে অভিযুক্ত করে সেই শোরুমের মালিক সহ আরও একশো জনের বিরুদ্ধে রাস্তা আটকে রাখা সহ একাধিক অভিযোগে মামলা করেছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

কেরলের কোচিতে এমজি রোডে একটি শোরুমের উদ্বোধনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রাক্তন এই নীল ছবির তারকাকে দেখতে গোটা কোচি যেমন হাজির হয়েছিল এমজি রোডে। একবার সানিকে দেখতে এতটাই ভিড় জমে গিয়েছিল যে তা আর সামাল দেওয়া যায়নি।

কেরলে গেলেন সানি লিওন, ১০০ জন বিরুদ্ধে দায়ের হল মামলা

সানির গাড়ি বিমানবন্দর থেকে বেরিয়ে রাস্তায় মিশতেই ভিড়ে আর এগোতে পারছিল না। এত লোক রাস্তায় নেমে এসেছিলেন যে অফিসে বেরনো নিত্যযাত্রীরা অনেকেই অফিসে পৌঁছতে পারেননি। পুলিশ অফিসাররা মাঝ রাস্তায় আটকে পড়েন। ভিড় নিয়ন্ত্রণ করতে পারেননি তাঁরা।

রিটেল স্টোর Fone4 এর একটি শোরুম উদ্বোধন করতে সানি কোচিতে গিয়েছিলেন। এই ঘটনায় ভিড়ের দায়ে অভিযুক্ত করে সেই শোরুমের মালিক সহ আরও একশো জনের বিরুদ্ধে রাস্তা আটকে রাখা সহ একজোট হয়ে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

এই ঘটনার আগে এত মানুষের ভিড় দেখে সানি দৃশ্যতই অত্যন্ত খুশি ছিলেন। স্যোশাল সাইটে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের ধন্যবাদও জানান। তবে তারপরই যে এই কাণ্ড ঘটবে তা বোধহয় ঘুণাক্ষরেও জানতে পারেননি সানি।

English summary
Over 100 booked after Sunny Leone's Kochi, Kerala visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X