For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) হ্যাপি বার্থ ডে : শাহরুখ সম্পর্কে এই তথ্যগুলি আপনার হয়তো এখনও অজানা

পঞ্চাশের গণ্ডি পেরিয়ে এবার ৫১ তম জন্মদিনে পা রাখলেন শাহরুখ খান। অর্ধশতক পেরিয়ে গেলেও বলিউডে বাদশার জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাঁটা পড়েনি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পঞ্চাশের গণ্ডি পেরিয়ে এবার ৫১ তম জন্মদিনে পা রাখলেন শাহরুখ খান। অর্ধশতক পেরিয়ে গেলেও বলিউডে বাদশার জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাঁটা পড়েনি। [(ছবি) কে আসল, কে নকল, এই লুক-আলাইকদের দেখে বোঝার উপায় নেই]

টেলিভিশন থেকে শুরু করে বলিউডের কিং হওয়ার পথটা একেবারেই সহজ ছিল না। শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জেরে নিজের ভাগ্য যেভাবে শাহরুখ বদলেছেন তা সত্যিই তরুণ সমাজের কাছে অনুপ্রেরণা। [বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা]

কেরিয়ারের শুরুর দিকে যখন অভিনেতারা নেগেটিভ চরিত্রে অভিনয়ের থেকে একশো হাত দুরে থাকার চেষ্টা করতেন তখন শাহরুক জীবনের বড় ঝুঁকি নিয়েছিলেন, বাজিগর, ডর, আনজাম-এর মতো ছবি করেছিলেন। অথচ তারপরও আজ তিনি বলিউডের রোমান্স কিং। হিংসাকে ভালবাসায় রূপান্তর করতে শাহরুখ ভালঅ জানেন। [(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!]

শাহরুখ সম্পর্কে এই তথ্যগুলি কি আপনার জানা? একবার দেখেই নিন না

আসল নাম

আসল নাম

শাহরুখ খান নামটা তো পরে হয়েছে. কিন্তু ঠাকুমা তাঁর নাম রেখেছিলেন আব্দুল রহমান।

শাহরুখের বাবা

শাহরুখের বাবা

শাহরুখ খানের বাবা তাজ মহম্মদ কণিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং একজন আইনজীবীও ছিলেন। কিন্তু নয়াদিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় ক্যান্টিন চালাতেন তিনি।

ছোটবেলা থেকে কী হতে চেয়েছিলেন কিং খান?

ছোটবেলা থেকে কী হতে চেয়েছিলেন কিং খান?

অভিনেতা হওয়ার কোনও ইচ্ছাই কোনওদিনও ছিল না কিং খানের। তিনি সেনা আধিকারিক হতে চেয়েছিলেন। সেনা স্কুলের পরীক্ষাও দিয়েছিলেন, কিন্তু পরে আর তা হয়নি।

খেলোয়াড় শাহরুখ

খেলোয়াড় শাহরুখ

স্কুলের হকি ও ক্রিকেট দলে ছিলেন শাহরুখ। কিন্তু চোট লাগার কারণে খেলা ছাড়তে হয় তাঁকে। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে প্রথম নাটকে অংশগ্রহণ করেছিলেন তিনি।

গৌরির সঙ্গে দেখা

গৌরির সঙ্গে দেখা

গৌরিই শাহরুখের জীবনের প্রথম মেয়ে ছিলেন যার সঙ্গে কথা বলেছিলেন তিনি। জীবনে প্রথম গৌরিকেও স্লো ডান্সের প্রস্তাব দিয়েছেন শাহরুখ।

লাভ অ্যাট ফার্স্ট সাইট

লাভ অ্যাট ফার্স্ট সাইট

গৌরিকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছিলেন বলে দাবি শাহরুখের। কারণ কোনও মেয়েই নাকি তখন তার সঙ্গে কথা বলতেন না আর গৌরি ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে কথা বলেছিলেন শাহরুখের সঙ্গে।

গৌরির রাগ

গৌরির রাগ

শাহরুখ গৌরিকে এতটাই ভালবাসতেন যে কখন তারা ভালবাসা জেদে পরিণত হয়েছিল তা তিনি বুঝতেই পারেননি। এদিকে, শাহরুখের গৌরিকে নিয়ন্ত্রণ করাতে চাওয়ায় বিরক্ত হয়ে দিল্লি ছেড়ে মুম্বই (তখন বম্বে ছিল) চলে গিয়েছিলেন গৌরি।

খালি পায়ে

খালি পায়ে

খালি গায়ে দেখা গেলেও শাহরুখ খালি পায়ে হাঁটা একদম পছন্দ করেন না। কারণ তিনি খুব অদ্ভুৎভাবেই চান না যে তার পা দেখা যায়।

ঢিলেঢালা ডেনিম

ঢিলেঢালা ডেনিম

শাহরুখ ঢিলেঢালা ডেনিম প্যান্টে সবচেয়ে বেশি সাচ্ছন্দ বোধ করেন। তাই কাজের বাইরে ঢিলেঢালা ডেনিম আর টি শার্ট পরতেই বেশি ভালবাসেন কিং খান।

দাঁড়িতে অস্বস্তি

দাঁড়িতে অস্বস্তি

দাঁড়ি-গোঁফ রাখা একেবারে নাপসন্দ বাদশাহর। তাঁর কথায় দাঁড়ি বাড়তে থাকলে তাঁর গাল চুলকোতে থাকে, অস্বস্তি হয়।

প্রিয় খাবার

প্রিয় খাবার

শাহরুখের সবচেয়ে পছন্দের খাবার কিমা আর পাও। এছাড়া বাড়িতে তৈরি ছোলে ভটুরা মাঝে মাঝে খুব ভালবাসেন শাহরুখ।

English summary
Happy birthday Shah Rukh Khan: Here are facts you probably did not know about the superstar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X