For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্র্যামি অ্যাওয়ার্ডসের পুরস্কার ও প্রাপকের তালিকা

লস অ্যাঞ্জেলসে ৫৯ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের রাত ছিল সঙ্গীত শিল্পিদের চাঁদের হাট। কোন বিভাগে কে কে, কী পুরস্কার জিতলেন, নিচে রইল তার তালিকা।

  • |
Google Oneindia Bengali News

লস অ্যাঞ্জেলসে ৫৯ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের রাত ছিল সঙ্গীত শিল্পিদের চাঁদের হাট। অবশ্যই এই রাতের প্রধান চমক ছিল গায়ক অ্যাদেলে। ৫ টিরও বেশি পুরস্কার জিতে তিনি তাক লাগিয়ে দেন সবাইকে।[গ্র্যামি পুরস্কার: 'ওয়ার্ল্ড মিউজিক ' বিভাগে সম্মানিত ভারতীয় তবলা বাদক সন্দীপ দাস]

যদিও গায়িকা বেয়ন্সের ঝুলিতে ৯ টি মনোনয়ন থাকলেও পুরস্কারের দৌড়ে তাঁকে পেছনে ফেলেছেন অ্যাদেলে । তবুও 'ওস্তাদের মার শেষ রাতে' প্রমাণ করে দিলেন অ্যাদেলে। অবশ্য অ্যাদেলের জন্য বলা ভালো, 'ওস্তাদের মার পুরস্কারের রাতে' ![ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দেব]

গ্র্যামি অ্যাওয়ার্ডসের পুরস্কার ও প্রাপকের তালিকা

এছাড়াও ভারতীয় তবলা বাদক সন্দীপ দাসের পুরস্কার জিতে নেওয়াও অন্য চমক ছিল ভারতীয়দের কাছে। অন্যদিকে ডেভিড বওই তাঁর অ্যালবাম ' ব্ল্যাকস্টারের' জন্য ৫ টি মনোনয়নের সবকটিতেই পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়াও কোন বিভাগে কে কে ,কী পুরস্কার জিতলেন, নিচে রইল তার তালিকা।

  • অ্যালবম অফ দ্যা ইয়ার- অ্যাদেলে ,'টুয়েন্টি ফাইভ'
  • রেকর্ড অফ দ্য ইয়ার- অ্যাদেলে ,'হ্যালো'
  • সং অফ দ্য ইয়ার -অ্যাদেলে ও গ্রেগ কর্সটিন , 'হ্যালো'
  • বেস্ট র‌্যাপ অ্যালবাম- 'কালারিং বুক' , চান্স দ্য র‌্যাপার
  • বেস্ট আরবান কন্টেম্পোরারি অ্যালবাম-
    'লেমোনেড', বেয়ন্সে
  • বেস্ট কান্ট্রি সোলো পারফরম্যান্স- মারেন মরিস ,'মাই চার্চ'
  • বেস্ট রক সং -' ব্ল্যাক স্টার' ডেভিড বওই
  • বেস্ট পপ ডুও- টুয়েন্টি এয়ান পাইলটস, 'স্ট্রেসড আউট'
  • বেস্ট পপ ভোকাল অ্যালবাম-'টুয়েন্টি ফাইভ'
  • বেস্ট ট্র্যডিশনাল পপ ভোকাল- 'সামার টাইম' উইলি নেলসন
  • বেস্ট অলটারনেটিভ মিউজিক- ' ব্ল্যাকস্টার',ডেভিড বওই
  • বেস্ট রক অ্যালবাম - 'টেল মি আই অ্যাম প্রিটি', ক্যাগ দ্য এলিফ্যান্ট
  • বেস্ট রক পারফরম্যান্স- 'ব্ল্যাকস্টার',ডেভিড বওই
  • বেস্ট মেটাল পারফরম্য়ান্স- 'ডায়াস্টোপিয়া ', মেগাডেথ
  • বেস্ট নিউ আর্টিস্ট- চান্স দ্য র‌্যাপার
  • বেস্ট র‌্যাপ পারফরম্যান্স - চান্স দ্য র‌্যাপার ,' নো প্রবলেম'
  • বেস্ট র‌্যাপ সং পারফরম্যান্স- 'হট লাইন ব্লিং' , ড্রেক
  • বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্স- লালা হ্যাথাওয়ে ,' লালা হ্যাথাওয়ে লাইভ'
  • বেস্ট আর অ্যান্ড বি সং- ' লেক বাই দ্য ওসিয়ান', ম্যাক্সওয়েল
  • বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম- ' লালা হ্যাথাওয়ে লাইভ'
  • বেস্ট কন্ট্রি অ্যালবাম -স্টারগিল সিম্পসন ' অ্যা সেইলর্স গাইড টু আর্থ'
  • বেস্ট কন্ট্রি সং- ' হাম্বল অ্যান্ড কাইন্ড' , টিম ম্যাকগ্রও
  • বেস্ট কন্ট্রি গ্রুপ পারফরম্যান্স- ডলি পার্টন, জলিনি
  • বেস্ট জ্যাস ইন্সট্রুমেন্টাল অ্যালবাম- কান্ট্রি ফর ওল্ডমেন , জন স্কোফিল্ড
  • বেস্ট জ্যাস ভোকাল অ্যালবাম - গ্রেগারি পোর্টার, টেক মি টু দ্য অ্যালে
  • বেস্ট কন্টেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম- স্নার্কি পাপি
  • বেস্ট ডান্স- ফ্লিউম, 'স্কিন'
  • বেস্ট ডান্স রেকর্ডিং- চেন স্মোকার্স , 'ডোন্ট লেট মি ডাউন'
  • বেস্ট মিউজিক ফিল্ম- 'বিটলস', বিটলস
  • বেস্ট মিউজিক ভিডিও- বেয়ন্সে ' ফরমেশন'
  • বেস্ট কন্টেম্পোরারি খ্রিশ্চান মিউজিক অ্যালবাম - 'লাভ রিমেন্স', , হ্যালি স্কট অ্যান্ড দ্য ফ্যামিলি
  • বেস্ট গসপেল অ্যালবাম- 'লুজিং মাই রিলিজিয়ন', কির্ক ফ্র্যাঙ্কলিন
  • বেস্ট অ্যামেরিকান অ্যালবাম- দিস ইজ হ্যোয়ার আই লিভ বাই, উইলিয়াম বেল
  • বেস্ট ল্যাটিন পপ অ্যালবাম- 'আন বেস্টিও মাস', জেসে ও জয়
  • বেস্ট সং রিটেন ফর ভিস্যুয়াল মিডিয়া- 'কান্ট স্টপ দ্যা ফিলিং', জাস্টিন টিম্বারলেক
  • বেস্ট কম্পাইলেশন সাউন্ড ট্র্যাক ফর ভিস্যুয়াল মিডিয়া- মাইলস আহেড
  • বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম- 'দ্য কালার পার্পেল'
  • বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম- 'সিং মি হোম' , সন্দীপ দাস, ইয়ো ইয়ো মা
English summary
The 59th Annual Grammy Awards was a star-studded ceremony at the Staples Centre in Los Angeles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X