For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদিনে বাহুবলী ২ এর রোজগার ছাড়াল ৫০০ কোটি টাকা!

প্রথম দু'দিনেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল সিনেমাটি। সেই গতি বজায় রেখে, বরং আরও গতি বাড়িয়ে মাত্র তিনদিনে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল এসএস রাজামৌলীর সিনেমা বাহুবলী ২।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মে : মুক্তির পর থেকে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে বাহুবলী ২। প্রথমদিনে সমস্ত রেকর্ড ভেঙে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় এসএস রাজামৌলীর সিনেমা। এরপর দুদিনেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল সিনেমাটি। সেই গতি বজায় রেখে, বরং আরও গতি বাড়িয়ে মাত্র তিনদিনে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল বাহুবলী ২।[(ছবি) বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে]

জানা গিয়েছে, ভারতে সিনেমাটি তিনদিনে রোজগার করেছে মোট ৩৮৫ কোটি টাকা। এবং বিদেশের বাজারে বাহুবলী ২ এর রোজগার ১৩৫ কোটি টাকার বেশি। ফলে সবমিলিয়ে তিনদিনের বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকা রোজগার করে ফেলেছে বাহুবলী দ্য কনক্লুশন।[কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? উত্তর জানিয়ে ভাইরাল ভিডিও ফাঁস স্যোশাল মিডিয়ায়]

তিনদিনে বাহুবলী ২ এর রোজগার ছাড়াল ৫০০ কোটি টাকা!

সিনেমাটি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম। হিন্দু ভার্সনটি ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যে ১২৮ কোটি টাকা কামিয়ে নিয়েছে। দঙ্গল প্রথম তিনদিনে রোজগার করেছিল ১০৭.০১ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলী ২।[(ছবি) 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন' এর অজানা তথ্য যা আপনি জানেন না]

উত্তর আমেরিকায় ৬৯.৯১ কোটি টাকা, যুক্তরাজ্যে ৩.২১ কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ৬.৭৮ কোটি টাকা, নিউ জিল্যান্ডে ১.৫১ কোটি টাকা ও মলয়েশিয়ায় ১.২৬ কোটি টাকা রোজগার করেছে বাহুবলী ২।

বাহুবলীর দুটি ভাগ মিলিয়ে মোট খরচ পড়েছে ৪০০-৪৫০ কোটি টাকা। তার মধ্যে প্রথম ভাগই ৬৫০ কোটি টাকার বেশি রোজগার করেছে। এবং মনে করা হচ্ছে বাহুবলী ২ সমস্ত রেকর্ড ভেঙে ১ হাজার কোটি টাকার মাইলস্টোন ছাড়িয়ে যাবে।

English summary
Baahubali 2 sets opening weekend record with Rs385 crore in box office collections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X