For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এইদিনে জানতে পারবেন 'কাটাপ্পা নে বাহুবলীকো কিউ মারা'!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

২০১৫ সালে ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলী পরিচালিত দক্ষিণী সিনেমা বাহুবলী। এই সিনেমাটি একইসঙ্গে ইংরেজি বাদে বহু ভারতীয় ভাষায় মুক্তি পায়। গতবছরের সেরা সিনেমাগুলির একটি ছিল এই সিনেমা। ['বাহুবলী' সিনেমার দৃশ্য 'নকল' হয়েছে যে হলিউড সিনেমা থেকে!]

বাহুবলী মুক্তির পর একটি প্রশ্ন রেখে সিনেমাটি শেষ হয়। তা ছিল, 'কাটাপ্পা নে বাহুবলীকো কিউ মারা'। অর্থাৎ কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল? এই প্রশ্ন ও অসীম প্রত্যাশা নিয়ে এবার বাহুবলীর দ্বিতীয় ভাগ অর্থাৎ সিকোয়েল মুক্তি পেতে চলেছে আগামী বছরের ২৮ এপ্রিল। ['বাহুবলী' সম্পর্কে অজানা, চমকে দেওয়া তথ্য]

এইদিনে জানতে পারবেন 'কাটাপ্পা নে বাহুবলীকো কিউ মারা'!

এইদিনে বাহুবলীর সিকোয়েল মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক করণ জোহর। এইবছরেই মুক্তির কথা থাকলেও বাহুবলীর মৃত্যুরহস্য সমাধান করতে রাজামৌলী আরও একটি বছর সময় বেশি নিয়ে নিয়েছেন।

বাহুবলী ২-এর প্রযোজনার সঙ্গে এবারও যোগ দিয়েছে ধর্ম প্রোডাকশন ও এএ ফিল্মস প্রোডাকশন হাউস। এবারও নতুন কিছুর আশা দর্শকরা করতেই পারেন। সিনেমা নিয়ে টুইটারে জানানোর সময় রীতিমতো আত্মবিশ্বাসী করণ জোহরও।

২০১৫ সালে বাহুবলীর প্রথম ভাগ ঈদের আগে মুক্তি পেয়েছিল। আর বাহুবলী ২ মুক্তি পাচ্ছে পরশুরাম জয়ন্তীর সময়ে। এই দিনটি সেভাবে কোনও বিশেষ দিন নয়। তবুও কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল তার উত্তর খুঁজতে দর্শকেরা নিশ্চয়ই সিনেমা হলে ভিড় করবেন সেই আশা নিয়েই সম্ভবত মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

বাহুবলী ২-এও প্রভাস, রানা দাগ্গুবতী, অনুষ্কা শেট্টি, সত্যরাজ, তমন্না ভাটিয়া, সুদীপ, রাম্যা কৃষ্ণণ, নাসের, শ্রিয়া শরণ, রোহিনীর মতো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন।

English summary
This is the date when SS Rajamouli will reveal why Kattappa killed Baahubali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X