For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটাপ্পার জন্য সমস্যায় 'বাহুবলী ২', কর্ণাটকে ছবির মুক্তি নিয়ে আশঙ্কা!

হাতে আর এক মাস। এপ্রিলেই মুক্তি পেতে চলেছে বাহুলবলী ২। এই ছবি নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া। ইতিমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে বেশ কিছু রেকর্ডও গড়ে ফেলেছে এই ছবি।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৪ মার্চ : হাতে আর এক মাস। এপ্রিলেই মুক্তি পেতে চলেছে বাহুলবলী ২। এই ছবি নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া। ইতিমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে বেশ কিছু রেকর্ডও গড়ে ফেলেছে এই ছবি। কিন্তু, ছবি মুক্তির একমাস আগে কর্ণাটকে এই ছবির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আর এই সমস্যার মূলে ছবির গুরুত্বপূর্ণ চরিত্র কাটাপ্পা।[মুক্তির আগেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলল বাহুবলী ২!]

সূত্রের খবর অনুযায়ী, কন্নড়পন্থী গোষ্ঠী বাহুবলী ২-নিয়ে বিতর্ক তৈরি করে রাজনৈতিক দিক থেকে মাইলেজ নিতে চাইছে। বাহুবলী ছবিতে যে প্রশ্ন জিইয়ে রাখা হয়েছিল যে, কেন কাটাপ্পা বাহুবলীকে খুন করল? বাহুবলী ২ ছবিতে তারই উত্তর মিলবে। আর এই কাটাপ্পা চরিত্রে অভিনয় করা সত্যরাজকেই টার্গেট করেছে এই গোষ্ঠী। তাদের দাবি, কাবেরী জলবন্টন ইস্যুতে উত্তেজক মন্তব্য করেছিলেন সত্যরাজ, যার জেরে তামিলনাড়ু এবং কর্ণাটকে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল।[বাহুবলী ২-এর শুটিংয়ের ছবি ফাঁস অনলাইনে, ভাইরাল মুহূর্তে!]

কাটাপ্পার জন্য সমস্যায় 'বাহুবলী ২', কর্ণাটকে ছবির মুক্তি নিয়ে আশঙ্কা!

কন্নড়পন্থী সংগঠনের দাবি, কর্ণাটক নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন সত্যরাজ। তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। কন্নড় সমাজকর্মীদের একটা অংশ কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স সভাপতির কাছে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছে।[(ভিডিও) মুক্তি পেতেই ভাইরাল 'বাহুবলী ২' এর 'ট্রেলর'!]

কর্ণাটক রক্ষণা ভাদিকে সম্প্রতি কর্ণাটকের বেলারিতে একটি থিয়েটারে বাহুবলী ২-এর ট্রেলর প্রদর্শনে বাধা দেয়। পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। সমস্যার জেরে থিয়েটার কর্তৃপক্ষ ট্রেলর প্রদর্শন পিছিয়ে দেয়। এখন এই ধরণের প্রতিবাদ আন্দোলনের জেরে কর্ণাটকে বাহুবলী ২ মুক্তি পায় কি না এখন তাই দেখার।[মুক্তির আগেই আরও এক নয়া রেকর্ড বাহুবলী ২-এর]

English summary
Baahubali 2: Protest against SS Rajamouli film in Karnataka.Kattappa is the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X