For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিল্মফেয়ার ২০১৪-এর বিজয়ীদের তালিকা

Google Oneindia Bengali News

সম্প্রতি মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে হয়ে গেল ৬০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলাই বাহুল্য অনুষ্ঠান ছিল তারকা খচিত। তারকাদের অসাধারণ কিছু পারফরম্যান্স ছিল।

তবে এদিনের অনুষ্ঠানের পুরো লাইমলাইট নিয়ে গিয়েছেন অনুষ্ঠানের তারকা সঞ্চালকরা। কপিল শর্মা ও করণ জোহরের অসাধারণ সঞ্চালনা দেখার মতো। এছাড়াও সলমন খান বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, অর্জুন কাপুরের পারফরম্যান্সও প্রশংসা যোগ্য।

ফিল্মফেয়ার ২০১৪-এর বিজয়ীদের তালিকা

অনুষ্ঠানে কোন কোন বিভাগে কোন ছবি পুরস্কার জিতল আসুল এক ঝলকে দেখে নেওয়া যাক

  • সেরা পরিচালক - বিকাশ বহেল (কুইন)
  • সেরা ছবি - কুইন
  • সেরা অভিনেত্রী - কঙ্গনা রানাওয়াত (কুইন)
  • সেরা অভিনেতা - শাহিদ কাপুর (হায়দার)
  • সেরা সহ অভিনেত্রী - তাবু (হায়দার)
  • সেরা সহ অভিনেতা - কে কে মেনন (হায়দার)
  • সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে) - আলিয়া ভট (হাইওয়ে)
  • সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে) - সঞ্জয় মিশ্র (আখোঁ দেখি)
  • সেরা ছবি (সমালোচকদের বিচারে) - আখোঁ দেখি
  • সেরা চিত্রনাট্য - রাজকুমার হিরানি ও অভিজাত যোশী (পিকে)
  • সেরা সংলাপ - রাজকুমার হিরানি ও অভিজাত যোশী (পিকে)
  • সেরা কাহিনী - রজত কাপুর (আখোঁ দেখি)
  • সেরা পোশাক - ডলি আহলুওয়ালিয়া (হায়দার)
  • সেরা শব্দপরিকল্পনা - অনিলকুমার কোনাকান্দলা এবং প্রবাল প্রধান (মর্দানি)
  • সেরা প্রযোজনা পরিকল্পনা - সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (হায়দার)
  • সেরা এডিটিং - অভিজিৎ কোকাটে এবং অনুরাগ কাশ্যপ (কুইন)
  • সেরা দৃশ্যায়ন - ববি সিং এবং সিদ্ধার্থ দিওয়ান (কুইন)
  • সেরা অ্যাকশন - শ্যাম কৌশল (গুণ্ডে)
  • সেরা ব্র্যাগ্রাউন্ড স্কোর - অমিত ত্রিবেদী (কুইন)
  • সেরা কোরিওগ্রাফি - আহমেদ খান (জুম্মে কী রাত - কিক)
  • সেরা নবাগতা -ক্রিতি শ্যানন (হিরোপন্তি)
  • সেরা নবাগত - ফওয়াদ খান (খুবসুরত)
  • সেরা নবাগত পরিচালক - অভিষেক বর্মন (টু স্টেটস)
  • লাইভটাইম অ্যাচিভমেন্ট - কামিনি কৌশল
English summary
60th Filmfare Awards 2014: Winners (Full List)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X