For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বলিউডের সেরা সেলেবস যারা আমিষ ছেড়ে নিরামিষাশী হয়েছেন

  • |
Google Oneindia Bengali News

সুস্থ থাকলে জীবনটাকে আরও ভালোভাবে উপভোগ করা যাবে। পৃথিবীটা আরও সুন্দর হয়ে ধরা দেবে। এই ভাবনা থেকেই বেশি কিছু বলিউড সেলেবস নিরামিষাশী হয়ে উঠেছেন।

এই তালিকায় সর্বশেষ সংযোজন, সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। এত কম বয়সেই সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথমে তিনি গরমে সুস্থ থাকতে হালকা নিরামিশ খাবার খাওয়া শুরু করেন। পরে সেই ডায়েটই ভালো লেগে যাওয়ায় এবার থেকে নিরামিষ খাবার খাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। তিনি জানিয়েছেন, "আমি কোনওদিনই মারাত্মকভাবে আমিষ খাবার খেতাম না। গরমের জন্য এবার প্রথমে নিরামিষ খাওয়া শুরু করি এবং এটাই চালিয়ে যাচ্ছি। আশা করছি এটাই শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।"

তবে শুধু আলিয়াই নন, এই তালিকায় বলিউডের বহু বড় বড় নাম রয়েছে যারা নিরামিষাশী হয়েছেন। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক সেই তালিকা।

আমির খান

আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির মাছ, মাংস, ডিমে অভ্যস্ত হলেও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের দেখানো একটি ১৫ মিনিটের ভিডিও দেখার পরই আমিষ খাওয়া ছাড়েন আমির।

আলিয়া ভাট

আলিয়া ভাট

বলিউড সেলেবসদের নিরামিষাশীদের তালিকায় সর্বশেষ সংযোজন, সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট।

প্রথমে তিনি গরমে সুস্থ থাকতে হালকা নিরামিশ খাবার খাওয়া শুরু করেন। পরে সেই ডায়েটই ভালো লেগে যাওয়ায় এবার থেকে নিরামিষ খাবার খাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

'বিগ বি' অমিতাভ বহু বছর ধরেই নিরামিষ খাবারে অভ্যস্ত হয়ে উঠেছেন।

সেলিনা জেটলি

সেলিনা জেটলি

২০১১ সালে তিনি ২১ দিনের জন্য নিরামিষ খাওয়া অভ্যাস করেন। তারপর থেকে আর কোনওদিন তিনি আমিষ খাবার ছোঁননি।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

'কুইন' কঙ্গনা মুম্বইয়ে আসার পর থেকেই নিরামিষ খাওয়া শুরু করেন। সেটা এখনও চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি জানিয়েছেন, নিরামিষ খাবার তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে আরও বাড়িয়ে তুলেছে।

করিনা কাপুর

করিনা কাপুর

শাহিদের সঙ্গে যখন করিনার সম্পর্ক ছিল তখন শাহিদ তাঁকে নিরামিশ খাওয়ার অনুপ্রেরণা দেন। সেইমতো করিনাও নিরামিষ খেতে শুরু করেন। শাহিদের সঙ্গে ব্রেক আপ হলেও নিরামিষ খাওয়া ছাড়েননি সইফ পত্নী করিনা।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

সবসময় নিরামিষ ডায়েটেই থাকা মল্লিকা চান তাঁর জীবন সঙ্গীও যেন নিরামিষাশী হওয়ার পাশাপাশি নেশা থেকে দূরে থাকেন।

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

স্বাস্থ্যের কারণে আমিষ খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন নেহা।

রেখা

রেখা

রেখাই প্রথম অভিনেত্রী যিনি নিজের ডায়েটের কারণেও খবরে আসেন। তিনি সারাজীবন নিরামিষাশীই থেকেছেন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

ব্রায়ান হাইনস-এর লেখা 'লাইফ ইজ ফেয়ার' বইটি পড়ে নিরামিষাশী হয়েছেন শাহিদ। বইটি তাঁকে তাঁর বাবা পঙ্কজ কাপুর উপহার দেন।

বিদ্যা বালন

বিদ্যা বালন

সারা জীবন নিরামিষ খাবারই খেয়ে অভ্যস্ত বিদ্যা মাঝে চিকিৎসকের পরামর্শে কিছুদিন ডিম খেলেও এখন আবার নিরামিষে ফিরে এসেছেন।

বিদ্যুৎ জামাল

বিদ্যুৎ জামাল

মাত্র ১৪ বছর বয়স থেকেই নিরামিষ খাবারে অভ্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেতা।

English summary
12 Bollywood Celebs Who Turned Vegan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X