For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন

Google Oneindia Bengali News

মুম্বই, ৯ অক্টোবর : প্রয়াত হলেন বরিষ্ঠ সঙ্গীত পরিচালক এবং গীতিকার রবীন্দ্র জৈন। শুক্রবার মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বহুদিন ধরেই কিডনির সমস্যা ছিল রবীন্দ্র জৈনের। বেশ কয়েকদিন ধরে মূত্রনালীর সংক্রমনের ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিও হয়েছিলেন। নাগপুরের একটি হাসপাতাল থেকে তাণকে বুধবার মুম্বইয়ের হাসপাতালে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়। তখন থেকেই লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন

গত সপ্তাহে একটি অনুষ্ঠানের জন্য নাগপুরে গিয়েছিলেন রবীন্দ্র জৈন। কিন্তু শারীরিক অবস্থার জন্য অনুষ্ঠানে আর অংশগ্রহণ করতে পারেননি।

সত্তরের দশকে, "চোর মচায়ে শোর", "গীত গাতা চল", "চিচ্চোর" এবং "আঁখিয়ো কে ঝরোখো সে"-র মতে জনপ্রিয় ছবিতে সঙ্গীত দিয়েছেন।

জীবনের সবচেয়ে বড় ব্রেক তিনি পেয়েছিলেন, এই রাজ কাপুরের সঙ্গে কাজ করে, "রাম তেরি গঙ্গা ময়লি", "দো জাসুস", এবং রনধীর কাপুরের পরিচালনায় "হিনা" ছবিতে একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন।

২০০৬ সালে শাহিদ কাপুর ও অমৃতা অভিনীত বিবাহ ছবিতেও সঙ্গীত ও সুর দিয়েছিলেন রবীন্দ্র জৈন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও বহু কাজ করেছেন তিনি।

English summary
Music director Ravindra Jain passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X