For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) খুব কম বয়সে মারা গিয়েছেন এই খ্যাতনামা বলিউড নায়িকারা

  • |
Google Oneindia Bengali News

সবসময়ই নতুনদের অভ্যর্থনা জানাতে দুহাত তুলে দাঁড়িয়ে থাকে বলিউড। প্রতিদিন শয়ে শয়ে মানুষ নিজের ভাগ্য পরীক্ষার জন্য মুম্বইয়ে আসেন। তার মধ্যে খুব কম মানুষই বলিউডে নিজের জায়গা তৈরিতে সক্ষম হন। [বলিউড তারকাদের বিতর্কিত ফটোশুট]

এর মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা একটি বা দুটি সিনেমার পরই হারিয়ে গিয়েছেন। আবার কেউ রয়েছেন, আঞ্চলিক সিনেমায় বড় নাম হলেও বলিউডে নিজের পসার জমাতে পারেননি। আবার কেউ কেউ রয়েছেন যারা খুব কম বয়সে মারা গিয়েছেন। [বলিউডের সেরা ১৫ কুরুচিপূর্ণ অশ্লীল গান!]

নিচের স্লাইডে জেনে নিন এমন কয়েকজন বলিউড অভিনেত্রী সম্পর্কে যারা খুব কমবয়সে সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই মারা গিয়েছেন। [বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]

জিয়া খান (১৯৮৮-২০১৩)

জিয়া খান (১৯৮৮-২০১৩)

কম বয়সে মারা যাওয়া তারকাদের অন্যতম হলেন জিয়া খান। মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। কেরিয়ারের শুরুতেই দুনিয়া থেকে বিদায় নেন জিয়া।

দিব্যা ভারতী (১৯৭৪-১৯৯৩)

দিব্যা ভারতী (১৯৭৪-১৯৯৩)

নব্বইয়ের দশকে বলিউডের হার্টথ্রব দিব্যা সেইসময়ের সবচেয়ে সুন্দরী ও সফল অভিনেত্রীদের একজন ছিলেন। তবে মুম্বইয়ের ভারসোভায় একটি ফ্ল্য়াট থেকে পড়ে রহস্যজনকভাবে মারা যান তিনি।

স্মিতা পাতিল (১৯৫৫-১৯৮৬)

স্মিতা পাতিল (১৯৫৫-১৯৮৬)

নিজের সময়ের অন্যতম সেরা মঞ্চাভিনেতা ও বলিউড অভিনেত্রী স্মিতাও খুব কম বয়সে মারা যান। সন্তানের জন্ম দেওয়ার সময়ে নানা জটিলতাই প্রাণ কেড়ে নেয় স্মিতার।

পরভীন ববি (১৯৪৯-২০০৫)

পরভীন ববি (১৯৪৯-২০০৫)

একেবারে কম বয়সে না হলেও অকালমৃত্যু হয় পরভীন ববিরও। সত্তরের দশকের এই জনপ্রিয় নায়িকা জুহুতে নিজের বাড়িতেই মারা যান। তবে কারণ এখনও অধরা।

মধুবালা (১৯৩৩-১৯৬৯)

মধুবালা (১৯৩৩-১৯৬৯)

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের অন্যতম মধুবালা হৃদরোগের কারণে খুব কম বয়সে মারা যান।

মীনা কুমারী (১৯৩২-১৯৭২)

মীনা কুমারী (১৯৩২-১৯৭২)

ট্র্যাজিক রোলের জন্য বিখ্যাত মীনাকুমারী 'পাকিজা' সিনেমা মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই অসুস্থ হন। এরপর ১৯৭২ সালের ৩১ মার্চ মারা যান। লিভার সিসোরিসের সমস্যা ছিল তাঁর।

গীতা বালি (১৯৩০-১৯৬৫)

গীতা বালি (১৯৩০-১৯৬৫)

একটি পাঞ্জাবি সিনেমার শ্যুটিংয়ের সময়ে গীতা বালি স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা যান। অভিনেতা শম্মি কাপুরকে বিয়ে করেছিলেন গীতা।

তরুণী সচদেব (১৯৯৮-২০১২)

তরুণী সচদেব (১৯৯৮-২০১২)

'রসনা গার্ল' হিসাবে পরিচিত তরুণী সচদেব বিমান দুর্ঘটনায় মাত্র ১৩ বছর বয়সেই মারা যায়।

English summary
Bollywood stars who died young
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X