For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বলিউডকে সারা ভারতের সংষ্কৃতির মিলনক্ষেত্র বললে খুব একটা খুব বলা হবে না। অভিনয় এমন একটি পেশা যেখানে উচ্চ-নীচ ভেদাভেদ থাকে না। সকলে মিলে একটি ভাবনাকে পর্দায় তুলে ধরেন যা শাশ্বত হয়ে থাকে চিরকালীন। [বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

বলিউডে নানা সময়ে নানা ধরনের ব্যক্তিত্ব এসেছেন। তারা নিজের দাপটে সিনেমার পর্দায় শাসন করেছেন। কেউ এর মধ্যে অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের ছিলেন। কেউ আবার একেবারে মাটির কাছাকাছি থেকে উঠে এসে সারা দুনিয়ায় নাম করেছেন। [বলিউড তারকাদের আসল নাম]

কেউ উচ্চশিক্ষিত হয়েও অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন। কেউ আবার পড়াশোনায় ততোটা এগোতে না পারলেও পর্দায় নিজের কামাল দেখিয়ে জগত আলো করেছেন। [বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]

বলরাজ সাহানি থেকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে শাহরুখ খান, বলিউডের শ্রেষ্ঠ তারকারা অভিনয়ে আসার আগে কোন পেশায় কাজ করতেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে। [কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]

বলরাজ সাহানি

বলরাজ সাহানি

বলরাজ সাহানি ইংরেজিতে ডবল মাস্টার্স করে শিক্ষকতা করে শান্তিনিকেতনে চলে যান। তিনি সিনেমায় আসার আগে বিবিসি হিন্দির রেডিও উপস্থাপক হিসাবেও কাজ করেছেন।

দেব আনন্দ

দেব আনন্দ

ধরম দেবদত্ত পিশোরিমল আনন্দ সিনেমায় নেমে দেব আনন্দ হিসাবে বিখ্যাত হওয়ার আগে মুম্বইয়ে একটি সেনা অফিসে করণিকের কাজ করতেন।

দিলীপ কুমার

দিলীপ কুমার

দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। তিনি কখনও ক্য়ান্টিন চালিয়েছেন তো কখনও ফল বিক্রি করেছেন। পরে তিনি বলিউডের অন্য়তম সেরা অভিনেতাও হয়েছেন।

গুলজার

গুলজার

গীতিকার গুলজার সাহেবের আসল নাম সম্পূরণ সিং কালরা। তিনি আগের জীবনে গ্যারাজে আসা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রঙ করার কাজ করতেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশা হওয়ার আগে অমিতাভ বচ্চন কলকাতায় জাহাজের কোম্পানিতে কাজ করতেন।

রজনীকান্ত

রজনীকান্ত

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত সিনেমায় নামার আগে বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর ছিলেন।

অমরীশ পুরী

অমরীশ পুরী

অমরীশ পুরী মুম্বইয়ে আসার পরে সিনেমার স্ক্রিন টেস্টে ফেল করে যান। তখন তিনি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে কাজ করতে শুরু করেন। পরে সিনেমায় আসেন।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান দিল্লির ছেলে ছিলেন। তিনি দিল্লিতে বিভিন্ন কনসার্টে অ্যাটেন্ড্য়ান্টের কাজ করতেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমারের আগের নাম রাজীব ভাটিয়া। তিনি সিনেমায় নামার আগে ব্যাঙ্ককের হোটেলে রাধুনি ছিলেন। পরে হিন্দি সিনেমায় অভিনয় করে তিনি 'খিলাড়ি অব বলিউড' নামে পরিচিত হয়েছেন।

রণবীর সিং

রণবীর সিং

রণবীর সিনেমায় নামার আগে নামী বিজ্ঞাপন সংস্থায় কপি রাইটার ছিলেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি উত্তরপ্রদেশের কৃষক পরিবারের সন্তান। তিনি সিনেমায় আসার আগে কখনও ওষুধের দোকানে কেমিস্টের চাকরি করেছেন তো কখনও নিরাপত্তারক্ষী হিসাবেও কাজ করেছেন।

শিবাজী সতম

শিবাজী সতম

সিআইডি সিরিয়ালের এসিপি প্রদ্য়ুম্ন হিসাবে স্বীকৃতি পাওয়া শিবাজী সতম অভিনয়ে আসার আগে ব্যাঙ্কের করণিক ছিলেন।

রাকেশ ওম প্রকাশ মেহেরা

রাকেশ ওম প্রকাশ মেহেরা

বলিউডের অন্যতম সেরা এই নির্দেশক ও বিজ্ঞাপন নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহেরা সিনেমার জগতে আসার আগে ভ্যাকুম ক্লিনার বিক্রির জন্য সেলসম্য়ানের কাজ করতেন।

English summary
Bollywood celebs and their previous jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X