For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) খলনায়ক চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করেছেন এই অভিনেতারা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বলিউডে এখন নায়ক বা নায়িকারাই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেনন না। এখন চরিত্রাভিনেতা থেকে শুরু করে খলনায়ক, সকলেরই আলাদা জায়গা রয়েছে। প্রত্যেকে নিজ নিজ জায়গায় সমান জনপ্রিয়। কিছু ক্ষেত্রে নায়ক-নায়িকাদের ছাপিয়ে গিয়েছেন খলনায়ক বা খলনায়িকারা, তেমন ঘটনাও বলিউডে ঘটেছে। [কালজয়ী বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

এখন বলিউডের সিনেমার ধরন বদলেছে। ভালো চরিত্র নায়ক নায়িকাদেরও খলনায়কের চরিত্রে টেনে আনছে। ভালো স্ক্রিপ্ট পেলে নেতিবাচক ভূমিকাতেও বহু বড় বড় অভিনেতা অভিনয় করেছেন বা করছেন। এবং সফলও হচ্ছেন। [জেনে নিন বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

আশির দশকে সিনেমার নায়কেরা খারাপ চরিত্রে অভিনয় করতেন না। খারাপ থেকে ভালো হয়ে উঠতেন। যেমন গুন্ডার চরিত্রে অভিনয় করতেন হিরো হিসাবে। গোটা বিষয়টাই ছিল 'লার্জার দ্যান লাইফ' এর মতো। তবে পরে সেই ধারণা অনেকটা বদলেছে। [সিনেমায় সামান্য অ্যাসিস্ট্যান্ট থেকে বলিউড স্টার হয়েছেন এরা]

শাহরুখ খানকে এই ট্রেন্ডের পথপ্রদর্শক বলাই যেতে পারে। তিনি জীবনের একেবারে শুরুতেই বাজিগর, ডর এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। এই নেগেটিভ রোল করেই তিনি পরে বলিউডের অন্যতম সেরা রোমান্টিক হিরো হয়েছেন। নিচের স্লাইডে দেখে নিন এমন কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে যারা নায়ক-নায়িকা হয়েও সিনেমার প্রয়োজনে খলনায়ক সেজে জনপ্রিয়তা পেয়েছেন। [শাহরুখের ৪ কোটি টাকার ভ্যানিটি ভ্যানের ভিতরের ছবি]

{photo-feature}

English summary
Bollywood Stars Who Played Negative Roles On-Screen & Won Our Hearts!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X