For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা

  • |
Google Oneindia Bengali News

জীবনে সফল হতে গেলে পুঁথিগত বিদ্যা ও ডিগ্রি যে আবশ্যক নয় তা প্রমাণ করেছেন বহু চেনা ব্যক্তিত্ব। শিক্ষা ও জ্ঞানের মধ্যে সে বিস্তর পার্থক্য রয়েছে তা আরও ভালোভাবে বোঝা যায় বলিউডের খ্যাতনামা তারকাদের দেখলে। [সলমন খানকে নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনার অজানা]

কেরিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে কলেজের গণ্ডী পেরনো হয়নি অনেক নামকরা তারকাদের। একইসঙ্গে এর মধ্যে কেউ কেউ আবার স্কুলের গণ্ডীও পেরতে পারেননি। তা সত্ত্বেও পরিশ্রম ও অধ্যাবসায়কে সঙ্গী করে সাফল্যের স্বাদ পেয়েছেন সকলে। [মিষ্টি আথিয়া শেট্টির ছোটবেলার অদেখা ছবি]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কোন কোন বলিউড তারকা ভালো পড়াশোনা না করেও বিখ্যাত হয়েছেন নিজের অভিনয় গুণে। [এই ত্রিকোণ প্রেমের সিনেমায় সুপারহিট শাহরুখ]

আমির খান

আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান কলেজের গণ্ডী পেরতে পারেননি। মুম্বইয়ের নারসি মঞ্জি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে অভিনেতা হওয়ার চেষ্টা করেন এবং তার ফল গোটা দুনিয়ার সামনে রয়েছে।

সলমন খান

সলমন খান

বান্দ্রার ন্যাশনাল কলেজ থেকে ড্রপ আউট সলমন খান স্কুলের গণ্ডী পাশ করেন সেন্ট স্ট্য়ানিসলাস হাই স্কুল থেকে। এছাড়াও তিনি গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়েছেন।

করিশ্মা কাপুর

করিশ্মা কাপুর

একসময়ের বলিউডের সেরা অভিনেত্রীদের একজন করিশ্মা কাপুর মাধ্যমিকের গণ্ডীও পেরোননি বলে জানা যায়। মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু করা করিশ্মার পক্ষে এরপরে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

অমিতাভ বচ্চনের পুত্রবধূ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন। তিনি হতে চেয়েছিলেন আর্কিটেক্ট। সেজন্য তিনি রাহেজা কলেজে ভর্তিও হন। তবে মডেলিং কেরিয়ারকে প্রাধান্য় দিতে গিয়ে আর পড়াশোনা করা হয়নি অ্যাশের।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন স্নাতক স্তরের জন্য ইগনু কলেজে আর্টস নিয়ে ভর্তি হন। তবে তিনিও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়াশোনা ছাড়েন। মাউন্ট কারমেল স্কুল থেকে হাই স্কুলের গণ্ডী পেরোন দীপিকা।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

মাত্র ১৭ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব পান প্রিয়াঙ্কা চোপড়া। সেটা ২০০০ সাল। তারপর থেকে সিনেমায় অভিনয়ে ব্যস্ততার কারণে পড়াশোনায় মন দিতে পারেননি তিনি।

আলিয়া ভাট

আলিয়া ভাট

আলিয়া ভাটও স্নাতক স্তরের গণ্ডী টপকাতে পারেননি। ২০১১ সালে মুম্বইয়ের জামনাবাঈ নারসি স্কুল থেকে পাশ করার পরের বছরই 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আলিয়ার।

করিনা কাপুর

করিনা কাপুর

দিদি করিশ্মার মতোই বেশিদূর পড়াশোনা করে ওঠা হয়নি করিনার। তিনি আইনজীবী হতে চেয়েছিলেন। তবে মত বদলে বলিউডে নাম লেখান করিনা।

English summary
Bollywood Actors Who Are 'Not' A Graduate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X