For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি

By OneIndia Bengali Digital Desk
|

স্যোশাল নেটওয়ার্কিং মেসেঞ্জার সাইট হোয়াটসঅ্যাপে এবার আপনার 'টেক্সট'-কে নিজের ইচ্ছেমতো 'ফরম্যাট' করতে পারবেন আপনি।

এতোদিন হোয়াটসঅ্যাপে লেখা, ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ ইত্যাদি পাঠানো যেত। কোনও লেখাকে নিজের মতো করে ফরম্যাট করা যেত না। যে স্টাইল দেওয়া থাকে, সেই ফন্ট স্টাইলেই আপনাকে মেসেজ টেক্সট করতে হতো।

হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন পদ্ধতি

জানা গিয়েছে, এই ব্যবস্থা বদলে গিয়েছে। এবার থেকে নিজের লেখার কোনও অংশ বা পুরো লেখাই চাইলে আপনি বোল্ড বা আরও বেশি স্পষ্ট করে দিতে পারবেন। এছাড়া লেখাকে বাঁকা করে ইটালিক ফন্ট করে দেওয়া যাবে। এর পাশাপাশি আপনার লেখাকে 'স্ট্রাইক থ্রু'-ও করতে পারবেন আপনি।

নয়া পরীক্ষার পরে প্রথমে তা হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে (Beta Adaptaion) আনা হয়। এখন তা আইওএস (iOS) ও অ্যান্ড্রয়েড ভার্সনেও (Android) আনা হয়েছে।

কোনও লেখা বোল্ড আকারে লিখতে গেলে কোনও শব্দ বা বাক্যের শুরু ও শেষে '*' দিতে হবে। যেমন *Bold*। কোনও লেখা ইটালিকসে লিখতে হলে দুদিকে '_' (আন্ডারস্কোর) চিহ্ন দিতে হবে '_Italics_' এইভাবে। এছাড়া কোনও লেখা মাঝখান থেকে কাটতে চাইলে অর্থাৎ 'স্ট্রাইক থ্রু' করতে চাইলে ~Strike Through~ এভাবে লিখতে হবে।

যদি নিজের মোবাইলে এটি করে ফল না পান তাহলে নিজের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি আপডেট করতে হবে।

English summary

You can now write messages in bold and italics on WhatsApp

You can now write messages in bold and italics on WhatsApp
X
Desktop Bottom Promotion