For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন পেটের আলসারের নানা লক্ষণ

|

আলসার বা পেটের ভিতরে অন্ত্রের দেওয়ালে হওয়া ঘা এখনকার দিনে অনেকেরই সমস্যা। পাচনে সাহায্যকারী রস নিঃসরণে গোলমালের কারণেই আলসারের সমস্যা দেখা দেয়। [আপনার হজমের গোলমালের জন্য দায়ী এই অভ্যাসগুলি]

চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি এই সমস্যাকে এড়িয়ে চলেন তাহলে তা প্রাণঘাতী হতে পারে। অ্যালকোহলে অভ্যস্ত হওয়া, ধূমপান, শারীরিক অসুস্থতা ও ওষুধের কারণে আলসারের সমস্যা হতে পারে। [এই খাবার অজান্তেই আপনার পেটের ক্ষতি করছে]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, আলসারের সমস্যার নানা লক্ষণগুলি কি কি।

তলপেটে ব্যথা

তলপেটে ব্যথা

পেপটিক আলসারে তলপেটে ব্যথা খুব সাধারণ ব্যাপার। অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে পেটে এই ব্যথা হয়।

বমি

বমি

পাচনে সাহায্যকারী রসের নানা হেরফেরের কারণে বমি হয়।

হঠাৎ ওজন কমে যাওয়া

হঠাৎ ওজন কমে যাওয়া

আলসার হলে দিন-দিন ওজন কমতে থাকে। পাচনে গোলমালের কারণে এটা হয়।

রক্তবমি

রক্তবমি

আলসারের সমস্যায় রক্তবমি হতে পারে। যদি এমন হয় তাহলে বুঝবেন তা অনেক বেশি পর্যায়ে চলে গিয়েছে।

ঢেকুর তোলা

ঢেকুর তোলা

ঢেকুর তোলার মানে মুখ দিয়ে পেটে জমে থাকা গ্যাস বের করা। শুধু এটি নয়, এর সঙ্গে অন্য লক্ষণগুলি মিলিয়ে যদি দেখেন তা হচ্ছে তবে বুঝবেন আলসারের সমস্যা তৈরি হয়েছে।

পেট ফুলে যাওয়া

পেট ফুলে যাওয়া

মাঝে মাঝে গ্যাসের কারণে পেট ফুলে থাকা এক জিনিস। তবে যদি নিয়মিত এই সমস্য়া থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।

খিদেয় অরুচি

খিদেয় অরুচি

আলসারের সমস্যায় ভোগা মানুষদের খিদে বোধটাই অনেক কমে যায়।

English summary

Symptoms Of Ulcer You Should Aware Of

Symptoms Of Ulcer You Should Aware Of
Story first published: Monday, October 12, 2015, 17:34 [IST]
X
Desktop Bottom Promotion