For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ৬টি ঘরোয়া পদ্ধতিতে সারান খুশকির সমস্যা!

|

খুশকির সমস্যা আম সমস্যা। বিশেষজ্ঞদের মতে প্রায় ৯০ শতাংশ মানুষই কম বেশি খুশকির সমস্যায় ভোগেন। খুশকি বিভিন্ন ধরনের হয়। আর এর সমস্যাও বিভিন্ন ধরনের হয়।

খুশকির একটা গুরুতর সমস্যা হল মাথার ত্বক চুলকোতে থাকে। অনেকের তো চুলকোতে চুলকোতে মাথা দিয়ে রক্ত বেরিয়ে যায়।

ওযুধে সবসময় কাজ হয় না। অনেকে সামারন্য সমস্যা বলে গাও করতে চান না খুশকি নিয়ে। কিন্তু দীর্ঘদিন খুশকি নিয়ে চললে শুধু যে মাথা চুলকোনোর সমস্যা থাকে তা নয়, ত্বক রূক্ষ্ম হতে শুরু করে।

ডাক্তার বা চিকিৎসা পদ্ধতিতে কিছু করতে হলে তার খরচও অনেক। তাই চেষ্টা করুন ঘরোয়া পদ্ধতিতে

অ্যালোভেরা

অ্যালোভেরা

তাজা অ্যালোভেরার কস মাথার ত্বকে লাগান। ১৫ মিনিট পরে মাথা শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন মাথা। মাসে একবার করে করুন।

অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগার

মাথাতে লাগিয়ে রাখতে হবে না সপ্তাহে একবার শুধু এই অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে মাথার চুল ধুয়ে নিন।

লেবুর জল

লেবুর জল

এক বালতি জলে ৩ টি লেবুর রস মিশিয়ে নিন। এবার এই জল দিয়ে মাথার জল ধুয়ে নিন।

নিমের রস

নিমের রস

মাথার খুশকি তাড়তে নিম অত্যন্ত উপযোগী। নিমের রস বা নিম পাতার পেস্ট বানিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ বাদে ধুয়ে ফেলুন। খুশকি তাড়ানোর পাশাপাশি চুলও ভাল হয়।

পেঁয়াজের রস

পেঁয়াজের রস

দুটো পেঁয়াজের রস বের করে নিন। এক মগ জলে এই রস মিশিয়ে নিন। মাথায় এই রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। মাথায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন।

শিকাকাই

শিকাকাই

শিকাকাই আর একটি ভীষণ উপযোগী ঘরোয়া টোটকা। সপ্তাহে তিনবার শিকাকাই দিয়ে চুল ধুলে, খুব শীঘ্রই খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া য়ায়।

English summary

6 Ways To Get Rid Of Itchy Dandruff Scalp

6 Ways To Get Rid Of Itchy Dandruff Scalp
Story first published: Sunday, July 26, 2015, 14:03 [IST]
X
Desktop Bottom Promotion