For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্যানসার আটকাতে নতুন প্রোটিনের উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা

By OneIndia Bengali Digital Desk
|

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন উপায় বের করেছেন যা ক্যানসার সহ অন্যান্য রোগে মোক্ষম হতে পারে। বিজ্ঞানীরা এক ধরনের প্রোটিনের আবিষ্কার করেছেন যা ক্যানসারের কোশকে নিকেশ করতে সক্ষম হবে।

এই প্রোটিনের নাম দেওয়া হয়েছে 'প্রোআগিও'। এটি মানুষের প্রোটিন থেকে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের মোকাবিলা করা সম্ভব হবে। আগে এই বিষয়টি বিজ্ঞানীদের ভাবনায় ছিল না।

ক্যানসার আটকাতে নতুন প্রোটিনের উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা

মানবদেহে কোশের নানা রকমফের রয়েছে। নানা ধরনের কোশ ও তার নানা ভাগ রয়েছে। এই নতুন প্রোটিন থেকে যে ওষুধ তৈরি হবে তা কোশকে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে বলে দাবি বিজ্ঞানীদের।

শরীরের এই জায়গাগুলিতেও ক্যানসার হতে পারে

আগে ক্যানসারে আক্রান্ত কোশ দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে গোটা শরীরকে কব্জা করে নিত। তবে নতুন এই প্রোটিন আক্রান্ত কোশকে প্রথমেই মেরে ফেলে রোগকে শুধু বিস্তৃত হওয়া থেকেই আটকাবে না, বরং তা থেকে মুক্তি দেবে।

প্রসঙ্গত, নয়া এই গবেষণাপত্রটি নেটার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে, শুধু ক্যানসারের কোশ ধ্বংসই নয়, এই নয়া প্রোটিন টিউমারের বৃদ্ধিকেও আটকাতে সক্ষম হবে।

English summary

Researchers create protein that kill cells linked to cancer and other disease

Researchers create protein that kill cells linked to cancer and other disease
X
Desktop Bottom Promotion