For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন 'শর্ট টাইম মেমোরি লস' এর মুখ্য কারণ

|

গজনি সিনেমায় আমির খানের চরিত্রটি মনে রয়েছে। বিজনেস টাইকুন আমির প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মাথায় চোট পেয়ে স্মৃতিভ্রমের শিকার হন। ইংরেজিতে যাকে বলে 'শর্ট টাইম মেমোরি লস।' [কেমন হন বাঁ হাতি মানুষরা? জানুন অদ্ভুত সব তথ্য]

তারপরে আমিরের কি অবস্থা হয়েছিল তা আমরা সকলেই দেখেছি। তেমনভাবেই প্রতিদিনকার জীবনে আমরাও ভুলে যাওয়ার দোষে দুষ্ট। [জেনে নিন নিজের মস্তিষ্কের গোপনে কী লুকিয়ে রয়েছে]

এই অবস্থা কম বেশি আমাদের সকলেরই রয়েছে। সকলেই কম-বেশি ভুলে যাই। তবে যদি বেশি পরিমাণে ভুলতে থাকার অভ্যাস তৈরি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাহায্য নিন। [মানুষের শরীরের নানা চাঞ্চল্যকর অজানা তথ্য]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন কোন কোন কারণে স্মৃতি বিভ্রাটের শিকার হই আমরা। [জেনে নিন ঘুমের মধ্যে অবচেতনে আপনি কি করেন]

অলস সময় কাটালে

অলস সময় কাটালে

সচল থাকলে তবেই সুস্থ থাকে আমাদের মস্তিষ্ক। যদি কোনও কাজে মাথা না খাটানোর প্রয়োজন হয় তাহলে ধীরে ধীরে মস্তিষ্কের ধার কমতে থাকে। ফলে নানা ঘটনা ভুলতে শুরু করি আমরা।

বেশি মাথা খাটালে

বেশি মাথা খাটালে

কম মাথা খাটানো যেমন খারাপ, তেমনই বেশি মাথা খাটালে অর্থাৎ যে কাজে প্রচণ্ড মাথার ব্যবহার হয় এমন কাজে নিয়োজিত থাকলে মেমোরি লসের সমস্যা হতে পারে। কারণ যেকোনও অবস্থাতেই আমাদের মস্তিষ্কের বিশ্রামের প্রয়োজন।

ক্লান্তি

ক্লান্তি

ক্লান্তি ও অবসাদ আমাদের জীবনকে যেমন দুর্বিষহ করে তোলে, তেমনই মস্তিষ্কের মনে রাখার ক্ষমতাকেও কমিয়ে দেয়।

পরিবেশগত কারণ

পরিবেশগত কারণ

কোন পরিবেশে কেমন মানুষের সঙ্গে আমরা রয়েছি, এসবও আমাদের মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। পরিবেশ প্রতিকূল হয়ে উঠলে মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলে ভুলে যাওয়ার রোগ শুরু হয়।

বয়স

বয়স

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের নিয়মে মানুষের মনে রাখার ক্ষমতা হ্রাস পায়। তাই বয়স্ক মানুষদের শর্ট টাইম মেমোরি লসে ভোগার ঘটনা খুব স্বাভাবিক।

রেডিওথেরাপি

রেডিওথেরাপি

রেডিওথেরাপি করলে মস্তিষ্কের সার্বিক ক্ষমতায় তার প্রভাব পড়ে। ক্যানসারে আক্রান্তদের তাই এই সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল।

মাদক

মাদক

মাদক ব্যবহারকারীদের স্মৃতি দুর্বলতায় ভোগার সম্ভাবনা অনেক বেশি। বেশি মাত্রায় এতে আসক্ত হলে মস্তিষ্কের আরও অনেক ক্ষতি হতে পারে।

English summary

Major Causes For Short Term Memory Loss

Major Causes For Short Term Memory Loss
Story first published: Friday, August 28, 2015, 16:44 [IST]
X
Desktop Bottom Promotion