For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কানের ব্যথায় মুহূর্তের মধ্যে ম্যাজিক করবে এই ৬ চমৎকারী উপাদান!

|

শীতকাল এলেই কানের যন্ত্রণার সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। কান এতটাই স্পর্শকাতর জায়গা যে একটুতেই মনে হয় অসহ্য যন্ত্রণা হচ্ছে। অধিকাংশ সময় দেখা যায় ঠাণ্ডা লেগে কানের মধ্যে আঠা জাতীয় রস জমে যায় কানে। এর থেকে ব্যথা শুরু হয়। এর বাইরেই যদিও অনেক কারণ থাকে। [(ছবি) কান নিয়ে এমন অজানা তথ্য কখনও শোনেননি আপনি]

যেমন, যে কোনও রকমের সংক্রমণ, গলা ব্যাথা, টনসিল, ঠাণ্ডা লাগা, যে কোনও ধরণে অ্যালার্জি, দাঁতের সমস্যা, এমনকী বাতের ব্যাথার জেরেও কানে ব্যাথা হতে পারে। [ (ছবি) জেনে নিন কীভাবে মোবাইলের ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচবেন]

এক এক সময় এই যন্ত্রণা আর সহ্য করা যায় না। এক কানে ব্যথা হলেও মনে হয়, কানের পাশাপাশি মাথা, দাঁত সব জায়গায় ব্যথা হচ্ছে। কানের ব্যাথার সময় অসময় নেই। রাত বিরেতেও ব্যথা হতে পারে। কিন্তু সেই সময় ডাক্তার পাওয়া সমস্যার হয়। [ কর্ণগহ্বরে আরশোলা! 'কানের পোকা' বার করতে হুলুস্থুল দিনভর]

কানের ব্যাথায় ম্যাজিক

কানের ব্যাথায় ম্যাজিক

ডাক্তারের অপেক্ষায় না থেকে ঘরোয়া পদ্ধতিতেই চটজলদি সারিয়ে তুলুন কানের ব্যাথা। কিন্তু কীভাবে? তা জানতে হলে তো আপনাকে পরের স্লাইডগুলি ক্লিক করে দেখতে হবে।

নিম

নিম

নিমের মধ্যে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে যা সংক্রমণ দূর করতে সাহায্য করে। তাই নিম পাতা বেটে তার থেকে রস বের করে যদি ২ ফোঁটা কানে লাগানো যায় তবে ব্যথা পলকের মধ্যে উধাও হবে।

তুলসী

তুলসী

তুলসীর কয়েকটি পাতা থেঁতো করে নিয়ে তার থেকে রস বের করে নিন। কানে লাগান। প্রথমবারেই উপকার পাবেন। দিনে তিনবার ব্যবহার করলে ব্যখা শুরু হওয়ার সম্ভবনাই কম।

আদা

আদা

কানের ব্যথা উপশমে আদার জুরি মেলা ভার। আদা প্রাকৃতিক পেনকিলার। কানের ভিতরের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ৩ ফোঁটা আদার রস কানে লাগান।

পেঁয়াজ

পেঁয়াজ

কানের ব্যথা সারাতে পেঁয়াজের ব্যবহার বহুযুগ ধরে হয়ে আসছে। যে কানে ব্যথা পেঁয়াজের ৩ ফোঁটা রস সেই কানে লাগান। ব্যথা পালাতে বাধ্য। দিনে তিনবার ব্যবহার করলে ব্যখা শুরু হওয়ার সম্ভবনাই কম।

রসুন

রসুন

রসুনের মধ্যে অ্য়ালার্জি প্রতিরোধক উপাদান রয়েছে। যার ফল রসুনের রস যদি কানে লাগাতে পারেন তাহলে কান সংক্রান্ত যে কোনও অ্যালার্জির থেকে মুক্তি পাবেন।

অলিভ অয়েল

অলিভ অয়েল

অলিভ অয়েলে আপনার কানের যন্ত্রণার স্থায়ী সমাধান করতে না পারলেও, ২-৩ ফোটা অলিভ অয়েলে সমস্যার সাময়িক সমাধান হয়ে যায়।

English summary

Effective Home Remedies For Earache

Effective Home Remedies For Earache
Story first published: Tuesday, November 24, 2015, 14:35 [IST]
X
Desktop Bottom Promotion