For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আগে থেকে জেনে নিন স্ট্রোক হয়েছে বুঝবেন কীভাবে

|

(ছবি) আগে থেকে জেনে নিন স্ট্রোক হয়েছে বুঝবেন কীভাবে
আজকের দিনে দ্রুতগতির জীবনে কিছু রোগ খুব নিয়মিত হয়ে গিয়েছে। স্ট্রোক তার মধ্যে অন্যতম।

মস্তিষ্কে রক্ত সঞ্চালন কোনওভাবে বন্ধ হয়ে গেলে বা বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া মানে তৎক্ষণাৎ মৃত্যু হয়। অন্যদিকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কোনওভাবে বাধাপ্রাপ্ত হলে শরীরের কোনও অংশে তার প্রভাব পড়ে।

স্ট্রোক হয়েছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোকের মাত্রা বেশী হলে তাহলে হয় অবধারিত মৃত্যু, আর না হয় পঙ্গু হয়ে যায় রোগী।

উচ্চ রক্তচাপের ফলেও অনেক সময় স্ট্রোক হতে পারে। অনেক সময় ছোট মাত্রার স্ট্রোক হলে আমরা বুঝতেও পারি না। ওদিকে ভিতরে ভিতরে শরীর খারাপ হতে থাকে। ফলে আগে থেকে এর লক্ষণগুলি জানা থাকলে বহু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়। নিচের স্লাইডে দেখে নিন স্ট্রোকের নানা লক্ষণ।

দৃষ্টিশক্তির তারতম্য

দৃষ্টিশক্তির তারতম্য

স্ট্রোকের আগে দৃষ্টিশক্তির তারতম্য তৈরি হয়। অনেক সময় দৃষ্টি স্মান হয়ে যায়, আবছা লাগে সবকিছু, একটি চোখে দৃষ্টি পুরোপুরি চলে যায়।

কথা বলায় জড়তা

কথা বলায় জড়তা

স্ট্রোকের আগের অন্যতম লক্ষণ এটি। রোগীর কথা অস্পষ্ট হয়ে যায়। জিভ আটকে আসে।

হাত ও পায়ের দুর্বলতা

হাত ও পায়ের দুর্বলতা

যদি আপনি শরীরের কোনও একদিকে বা হাত-পায়ে দুর্বলতা লক্ষ্য করেন তাহলে সাবধান হোন। এরকম বুঝতে হলে হাত দুটিকে উপরে তুলে ধরুন। যদি বোঝেন আপনার নিয়ন্ত্রণ ছাড়াই হাত নেমে আসছে তাহলে বুঝবেন তা স্ট্রোকের লক্ষণ।

শরীরে ভারসাম্য না থাকা

শরীরে ভারসাম্য না থাকা

যদি আপনার মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি করা ইত্য়াদি নিয়মিত হয় তাহলে সাবধান হোন। বসে থাকলে বা হাঁটার সময় যদি শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হয় তাহলে সেটা স্ট্রোকের লক্ষণ।

মুখে বিকৃতি

মুখে বিকৃতি

মুখের একদিক বেঁকে যাওয়া, নিয়ন্ত্রণ করতে না পারা স্ট্রোকের লক্ষণ।

অত্যধিক মাথা ধরা

অত্যধিক মাথা ধরা

যদি হঠাৎ হঠাৎ আপনার মাথা ধরে এবং শরীরের কোনও একটি অংশ দুর্বল লাগে তাহলে বিষয়টি মোটের হেলাফেলা করবেন না।

নাক থেকে রক্ত পড়া

নাক থেকে রক্ত পড়া

উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় নাক থেকে রক্ত পড়ে। কোনওভাবে রক্ত সঞ্চালনে বাধা পড়লে এরকম হয়। স্ট্রোকের অন্যতম চিহ্ন এটি।

প্রশ্বাসে অসুবিধা

প্রশ্বাসে অসুবিধা

স্ট্রোক হলে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয়, সেটা খেয়াল রাখবেন।

English summary

Critical Symptoms Of Stroke

Critical Symptoms Of Stroke
X
Desktop Bottom Promotion