For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুর্গাপুজোর ভুরিভোজ : পুজোর একদিন পাত পেড়ে বাঙালি খাবার খেতে ঢুঁ মারুন এই রেস্তোরাঁগুলিতে!

By Staff
|

চলছে বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। আর বাঙালীর দুর্গাপুজো মানেই আড্ডা, হৈ-হুল্লোর এর শাশাপাশিজনিয়ে খাওয়া-দাওয়া। কোন দিনে কোন পোশাক, কোন মণ্ডপে ঘুরবেন। তার চেয়ে বেশি জরুরী হল আগে থেকে খাওয়াদাওয়ার বিষয়টা ঠিক করে নেওয়া।

<strong>সাদা ভাত আর ডাব চিংড়ি, ব্যস কেল্লাফতে!</strong>সাদা ভাত আর ডাব চিংড়ি, ব্যস কেল্লাফতে!

মানে পুজো বলে কথা। বাঙালি খাবারের বিষয়ে ভাববে নাতো কি ভাববে বলুন দেখি। কিন্তু বিষয়টা হল আগে ঠিক করতে হবে কোন কুইজিন খাওয়া হবে, সেই অনুযায়ী তো রেস্তোরাঁটাও ঠিক করে নিতে হবে।

<strong>মটন কালিয়া রেসিপি</strong>মটন কালিয়া রেসিপি

তা দুগ্গা পুজো বলে কথা যখন একদিন তো বাঙালি খানা হতেই হবে। একেবারে অথেন্টিকও চলতে পারে বা বাঙালি খাবারে একটু ফিউশন টিউশন হলেও মন্দ হবে না কি বলুন। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক বাঙালি খাবার খেতে কোন কোন রেস্তোরাঁয় ঢুঁ মারাটা সেরা অপশন হবে।

ওহ! ক্যালকাটা

ওহ! ক্যালকাটা

খাবারের পিছনে যদি মন খুলে খরচা করতে আপত্তি না থাকে তাহলে চট করে ঘুরে আসুন ওহ! ক্যালকাটায়। এই পুরস্কারপ্রাপ্ত ফাইন ডাইনিং রেস্তোরাঁয় বাঙালিয়ানার পরশ পাবেন, সঙ্গে পুজোর আমেজও। ট্র্যাডিশনাল ওল্ড স্কুল বাঙালি খাবারেও পাবেন নতুনত্বের ছোঁয়া।

খরচ : ২০০০-২৫০০ টাকা ২ জনের জন্য

১) ঠিকানা : ১০/৩, এলগিন রোড, পাঁচ তলা, ফোরাম মলস কলকাতা - ৭০০০২০

ফোন - ০৩৩ - ২২৮৩৭১৬১

২) চার তলা, সিলভার আর্কেড, ৫ জে বি এস, হল্ডেন অ্যাভেনিউ, টি-১, টি-২ (ইএম বাইপাস), কলকাতা - ৭০০০০১

ফোন - ০৩৩-২২৫১৭০৩৬

অবশ্যই চেখে দেখুন : গন্ধরাজ ভেটকি, আম ইলিশ

৬ বালিগঞ্জ প্লেস

৬ বালিগঞ্জ প্লেস

নাম যা ঠিকানাও তাই। বালিগঞ্জের এই সাদা বাড়িতে একেবারে ট্র্যাডিশনাল বাঙালি খানা পাবেন। রেস্তোরাঁর লুকে কিন্তু চাকচিক্য ভরা যে তা নয়, তবে পরিবেশ বেশ এনজয় করার মতো। কর্মীদের আপনি ধুতি পাঞ্জাবিতে সার্ভিস করতে দেখলেও অবাক হবেন না।

খরচ - ১২০০-১৫০০ টাকা ২ জনের জন্য

ঠিকানা: ১) ৬ বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ, কলকাতা

২) ডিডি ৩১ এ, সেক্টর ১, সল্ট লেক কলকাতা

ফোন - ০৩৩ ২৪৬০-৩৯২২

অবশ্যই চেখে দেখুন : পাবদা মাছের সরষে ঝোল

বোহেমিয়া

বোহেমিয়া

আপনি যদি ফিউশন খাবারে আপত্তি না থাকে তাহলে বোহেমিয়া হল আপনার জন্য সেরা অপশন। কারণ এখানে বাঙালি খাবারেও পাবেন নতুনত্বের ছোঁয়া। চলতি প্রথা ভাঙা পথে নতুনের স্বাদ টুইস্টের সঙ্গে। এখানে শুধু আমিষ নয়, নিরামিষেরও একাধিক অপশন পাবেন।

খরচ - মাথাপিছু ৪৫০-৫০০ টাকা + ট্যাক্স

ঠিকানা - ৩২য়৪ ওল্ড বালিগঞ্জ প্রথম লেন, কলকাতা

ফোন - ০৩৩ ৬৪৬০ ১০০১

অবশ্যই চেখে দেখুন : রয়্যাল বেঙ্গল রোস্ট মটন

কস্তুরি

কস্তুরি

দেখতে চাকচিক্য কিছুই নেই। অতি সাধারণ, ছোট মাপের দেখতি একটি সাধারণ মানের দেখতে একটি রেস্তোরাঁ, কিন্তু বাঙালি খাবারের সেরা জায়গা বললেও ভুল বলা হবে না। ১৯৯৪ সালে তৈরি হওয়া রেস্তোরাঁয় কম খরচে শুধু পেট নয় মন ভরেও খেতে পারবেন।

খরচ : ৫০০ থেকে ৭০০ টাকায় দুজনের ভালমতো হয়ে যাবে।

ঠিকানা : ৭এ, মুস্তাক আহমেদ স্ট্রিট, নিউ মার্কেট এলাকা, কলকাতা

ফোন - ০৮৩৩৪৯২২২২১, ৯৭৪৮৯০৬০২৫

অবশ্যই চেখে দেখুন : কচু ভাপা চিংড়ি, ভাপা ইলিশ, কচুর লতির চচ্চড়ি

দ্য ভোজ কোম্পানি

দ্য ভোজ কোম্পানি

বাঙালি মানে একেবারে বাংলাদেশী খানা। নিউ মার্কেট এলাকার এই রেস্তোরাঁটি নবজাতক বলা যেতেই পারে। ২০১২ সালে তৈরি হয়েছে এই রেস্তোরাঁটি। আয়তনে ছোট হলেও বেশ একটা ঝাঁ চকচকে বিষয় রয়েছে।

খরচ : ৫০০ থেকে ৭০০ টাকায় দুজনের ভালমতো হয়ে যাবে।

ঠিকানা : ৩০ এ ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট এলাকা, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা

ফোন - ০৩৩ - ৪০০৬ ৬০০৩

অবশ্যই চেখে দেখুন : কচু পাতা দিয়ে ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাই কারি।

ভজহরি মান্না

ভজহরি মান্না

আমি শ্রী শ্রী ভজহরি মান্না...সত্তরের দশকের মান্না দে-র সেই জনপ্রিয় গানকে থিম করেই তৈরি হয়েছিল এই রেস্তোরাঁটি। এখন আর শুধু কলকাতায় আটকে না থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে রেস্তোরাঁটি। খরচ মধ্যবিত্তের ধরা ছোয়ার মধ্যেই। খাবারে আহা ভাবলেই জিভ থেকে জল পড়ে।

খরচ : ৭০০-৮০০ টাকা মাথাপিছু ধরে চলাই ভাল ।

ঠিকানা : একডালিয়া রোড (হাজরা), সল্টলেক সেক্টর ১ এবং ৫, স্টার থিয়েটার (হাতিবাগান), রুবি (কসবা ইন্ডাস্ট্রিয়াল এসটেট), এসপ্ল্যানেড, হিন্দুস্তান রোড

ফোন - ০৩৩ - ২৪৬৬ ৩৯৪১, ৩৩ ২৪৬৬ ৭৬৮৬

অবশ্যই চেখে দেখুন : ডাব চিংড়ি, মটন ডাকবাংলো

সপ্তপদী

সপ্তপদী

নাম শুনেই নিশ্চই প্রথমেই উত্তম সুচিত্রার নাম মনে পড়ে গেল যে। রেস্তোরাঁতে ঢোকার পরেও রিনা ব্রাউন আর কৃষ্ণন্দুতেই মুড়ে থাকবেন আপনিও। আর সঙ্গে যদি থাকে স্বর্গীয় সব বাঙালি খানা। কোনও কথা হবে না।

খরচ : ৭০০ টাকায় দুজনের ভালমতো হয়ে যাবে।

ঠিকানা : জি ৪০ এ বাঘাযতীন, কলকাতা ৭০০০৪৭

ফোন - ০৯৮৩১৬১১২১০, ০৯০০৭৯১২৪৩৩

অবশ্যই চেখে দেখুন : ডাব চিংড়ি, মুরগীর পাতুরী, ভাপা ইলিশ

কষে কষা

কষে কষা

একটা নয়, দুটো নয়, মোট ৬টি জায়গায় (রাজারহাট, গোলপার্ক, বিধান সরণী, পার্ক স্ট্রিট,গড়িয়া, সল্টলেক)এই রেস্তোরাঁর শাখা রয়েছে। অন্দরসজ্জায় বেশ একটা আটপৌড়ে ব্যাপার আছে। পকেটেও খুব চাপ পড়বে না।

খরচ : ৭০০ টাকায় দুজনের ভালমতো হয়ে যাবে।

ঠিকানা : রাজারহাট, গোলপার্ক, বিধান সরণী, পার্ক স্ট্রিট,গড়িয়া, সল্টলেক

ফোন - ০৩৩ ৬৪৬০৬৪০১, ০৯৮৩০৯৪৯৪৯৪

অবশ্যই চেখে দেখুন : আম পোড়ার সরবত, পুর দিয়ে বেগুন ভাজা,কম্বো মাংস, আম কাসুন্দি ইলিশ

English summary

Best Places In Kolkata To Have Bengali Food During Durga Puja

Best Places In Kolkata To Have Bengali Food During Durga Puja
X
Desktop Bottom Promotion