For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রুটি-পরোটা ছাড়ুন, শীরমল বানান!

Posted By:
|
রুটি-পরোটা ছাড়ুন, শীরমল বানান!
অনেকেই আছেন ভাত , পোলাও বা বিরিয়ানি সেভাবে পছন্দ করেন না। তাদের পছন্দ আটা বা ময়দা। কিন্তু আপনি আর সেই আদম জমানার রুটি পরোটার বাইরে আর বেরতেই পারেন না। আপনাদের জন্য আজ আমরা এনেছি মুসলিম ঘরানার অতি জনপ্রিয় শীরমল। শীরমল আসলে আপনি একধরণের মিস্টি পরোটা বলতে পারেন। শাহি পনির বা শাহি চিকেন, বাদামী মুর্গের সঙ্গে আপনি খেতে পারেন এই মিঠা পরোটাটি।

কী করে বানাবেন শীরমল। আসুন দেখে নিই একঝলকে।

পরিবেশন- ৪ জনের জন্য
পস্তুতির সময় - ১ ঘন্টা
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • ময়দা - 2 ½ কাপ
  • গুঁড়ো চিনি - ১ টেবিল চামচ
  • খোয়া - ½ কাপ
  • ইষ্ট - 2 ½ চা চামচ
  • কেওড়া জল - 1 চা চামচ
  • মাখন - 3 টেবিল চামচ
  • ক্রিম - 3 টেবিলচামচ
  • ডিম - 1 টা (ফেটানো)
  • গুঁড়ো দুধ - 4 টেবিল চামচ
  • উষ্ণ জল - 2 কাপ
  • দুধ - 2 টেবিল চামচ

প্রণালী

  • একটি বাটিতে উষ্ণ জল নিন। তাতে ইস্ট গুলে নিন ভাল করে।
  • এবার একটি পাত্রে ময়দা, নুন, চিনি,খোয়া,কেওড়া জল,মাখন, ডিম আর ইস্ট গোলা জল দিয়ে ভাল করে মাখুন।
  • ভাল করে নরম মরম করে মাখা হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ঢেটে রেখে দিন ঘন্টা খানেক।
  • এক ঘন্টা পর ময়দা মাখাটা ফুলে দ্বিগুন আয়তনের হয়ে গেলে। আবার ভাল করে ঠেসে নিন।
  • ময়দা ছড়িয়ে মোটা করে বেলে নিন।
  • একটি বেকিং ডিসে মাখন লাগিয়ে তাতে বেলে নেওয়া শীরমল রাখুন।
  • 200 ডিগ্রি সেন্টিগ্রেটে 10 থেকে 15 মিনিট বেক করুন।
  • গরম শীরমলে দুধ ব্রাশ করে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Sheermal: Ramzan Spl Sweet Bread Recipe

Sheermal:Sweet Bread Recipe
X
Desktop Bottom Promotion