For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়িতে বানান মালাই চমচম

Posted By:
|
বাড়িতে বানান মালাই চমচম
বাঙালি মিষ্টির স্বাদ কলকাতাতেই সেরা। কিন্তু আপনি যদি প্রবাসী হন তাহলে কী মন করলে সেরা বাঙালি মিষ্টি খেতে পারবেন না। কি যে বলেন। শুধু হাল্কা খাটতে হবে। দোকান যাওয়া খোঁজা টোজার ঝঞ্ঝাট নেই। বাড়িতে বসেই বানানো যায় বাঙালি মিষ্টি। তা রাজ্য়ের বাইরে হোন বা দেশের বাইরে, ওয়ানইন্ডিয়া বাঙালি তো আপনার হাতের কাছেই আছে। শুধু হেঁসেল বিভাগটিতে ক্লিক করুন ব্যস।

আজ আমরা বানাব বাঙালি জনপ্রিয় মিষ্টি মালাই চমচম। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা।

পরিবেশন - ১০-১৫টি মালাই চমচম
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৪৫-৬০ মিনিট

উপকরণ
চমচমের জন্য

  • পনির - ২ কাপ (বাড়িতে বানালে ১ লিটার দুধের থেকে তৈরি করুন)
  • চিনি - ২ কাপ
  • জল - ৪-৫ কাপ
  • কেশর - এক চুটকি

মালাইয়ের জন্য

  • দুধ - ২-৩ কাপ
  • চিনি - ২ কাপ
  • এলাচ গুঁড়ো - ১ চা চামচ

পরিবেশনের জন্য

  • পেস্তা - ১ টেবিল চামচ (স্লাইস)
  • আমন্ড - ৩-৪টি (কুচনো)
  • কেশর - এক চুটকি

প্রণালী

  • একটি বাটিতে ভাল করে পনির মেখে নিন। যতক্ষণ না নরম ও মসৃণ হচ্ছে ততক্ষণ আঠা মাখার মতো করে ঠেসতে থাকুন। যদি মনে হয় পনির বেশী শক্ত লাগছে তাহলে হাল্কা গরম জল অল্প পরিমাণে নিয়ে ভাল করে ঠাসুন।
  • ঠাসা হয়ে গেলে মাখা রনির থেকে মাঝারি মাপের লেচি কেটে নিন। এবার আঙুল দিয়ে ডিম্বাকৃতি চমচমের আকারে গড়ে নিন।
  • একটি পাত্রে জল গরম করতে বসান। যখন জল ফুটতে শুরু করবে তখন তাতে চিনি ও কেশর দিয়ে দিন। ভাল করে মিশিয়ে মাঝারি আঁতে চিনির রস তৈরি করে নিন।
  • এর মধ্যে হাল্কা হাতে কাঁচা চমচমগুলি ছেড়ে দিন। এক মিনিট গনগনে আঁচে ফুটিয়ে নিন। তারপর আঁচ মাঝারি করে চমচমগুলি রান্না হতে দিন। ১০ মিনিট মতো ঢাকা লাগিয়ে ফুটতে দিন।
  • আপনি চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে করলে একটা সিটি দিয়ে নিন।
  • পনির চমচম নরম হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এবার এই চমচমগুলি রস থেকে তুলে রেখে ঠান্ডা হতে দিন।
  • একটি অন্য পাত্রে মালাইয়ের জন্য কম আঁচে দুধ বসান। যতক্ষন না দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটান।
  • এই দুধের মিশ্রণে চিনি ও এলাচগুঁড়ো মেশান। ভাল করে মিশিয়ে নিন। মাঝে মাঝে নাড়তে থাকুন।
  • খোয়ার থেকে একটু পাতলা থাকার সময়ই নামিয়ে নিন দুধটা। কারণ ঠান্ডা হলে মালাইটা আরও টেনে যাবে।
  • এবার একটি ধারালো ছুড়ি দিয়ে চমচম গুলি লম্বালম্বি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিন।
  • এবার একটি অংশে মালাই ভরে বাকি অংশটা লাগিয়ে দিন।
  • আমন্ড, পেস্তা, কেশর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Malai Chum Chum: Sweet Dish recipe

Malai Chum Chum: Sweet Dish recipe
Story first published: Saturday, August 23, 2014, 12:17 [IST]
X
Desktop Bottom Promotion