For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুর্গাপুজো স্পেশ্যাল :স্টাফড কিমা বেলপেপার

Posted By:
|
স্টাফড কিমা বেলপেপার
আজকালকার লাইফস্টাইলে সুগার, রক্তচাপ, হার্টের সমস্যায় নাজেহাল অনেকেই। আর তার জেরেই পছন্দের খাওয়াদাওয়ায় রয়েই যায় বাধ্যবাধকতা। মিষ্টি থেকে শুরু করে রেড মিট-এ পড়ে কোপ। কিন্তু সাধের মটন ছেড়ে থাকাটা যে বড্ড চাপ। আর তাই তো পুজোর চারটি দিন হয়ে যান একটু অবাধ্য। মন খুলে খান। রেড মিট নিয়ে অর্ধাঙ্গিনী যতই করুক খিটমিট বোঝান তাকে পুজোয় মটন খেলে তবেই থাকবেন সারা বছর ফিট।

যাক কাব্য কথা ছেড়ে আসা যাক আসল তথ্যে। সেই ঝোল ঝাল তো অনেক হল। এবার মটন খান অন্য ফর্মে। আজ আমরা বানাবো কিমা স্টাফড বেলপেপার। পূব পশ্চিমের মিলনে তৈরি এই ডিশটি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই সুস্বাদু ও মজাদার রান্নাটি।

পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতি সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৬৫ মিনিট

উপকরণ

  • লাল, হলুদ ও সবুজ বেলপেপার (ক্যাপসিকাম) - মোট ৩ টি
  • মটন কিমা - ২০০ গ্রাম
  • রাজমা - ১/২ কাপ জলে ভেজানা
  • পেঁয়াজ - ২টি মিহি করে কুচনো
  • আদা-রসুনবাটা - ৩ চা চামচ
  • টমেটো - ২টো মিহি করে কুচনো
  • লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
  • জোয়ান - ১ চা চামচ
  • ধনে গুঁড়ো - ১ চা চামচ
  • সাদা তেল - ৪ টেবিল চামচ
  • চিনি - ১/২ চা চামচ
  • নুন - স্বাদমতো
  • চিজ - ১ কাপ কুড়নো

প্রণালী

  • রাজমা ৩-৪ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিন। তার পর তা নুন দিয়ে সিদ্ধ করে নিন।
  • পুর তৈরির জন্য একটি প্যানে তেল নিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দিন।
  • পেঁয়াজ ভাল করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দিন। ভাল করে ভাজতে থাকুন।
  • আগে থেকে পরিস্কার করে রাখা মটন কিমাটাও এবার প্যানে দিয়ে দিন।
  • ভাল করে পেঁয়াজের মিশ্রণের সঙ্গে কিমাটা মিশিয়ে নিন।
  • নুন, চিনি,. লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জোয়ান, টমেটো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।
  • টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • আধ কাপের একটু কম জল দিন। এবার ঢাকা দিয়ে কিমা সিদ্ধ হতে রাখুন।
  • কিমা ভাল করে সিদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে এলে তাতে রাজমা দিয়ে দিন। এবার রাজমার মধ্যে কিমার স্বাদটা ঢুকতে দিন।
  • রাজমা ও কিমা ভাল ভাবে একে অপরের সঙ্গে মিলে গেলে আঁচ বন্ধ করে ধনেপাতা ও অল্প একটু চিজ ছড়িয়ে হাতা দিয়ে হাল্কাভাবে মিশিয়ে নিন।
  • এবার কাঁচা ক্যাপসিকামগুলির বোঁটাটা কেটে মাথার দিক থেকে বাটির আকার দিন।
  • একটা ছুঁড়ির সাহায্যে ভিতরের বীজ বের করে পরিস্কার করে নিন।
  • মাইক্রোওয়েভ ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেটে প্রিহিট করতে দিন।
  • ক্যাপসিকামগুলোর গায়ে তেল ও নুন লাগিয়ে প্রিহিটেট মাইক্রোওয়েভে ২ মিনিট বেক করে নিন।
  • এবার এই ক্যাপসিকামের মধ্য কিমা ও রাজমার পুরটি মাথা পর্যন্ত ভরে ওপর থেকে চিজ ছড়িয়ে দিন। এবার মাইক্রোওভেনে ৫-৬ মিনিট বেক করে নিন।
  • হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

keema stuffed belpaper, স্টাফড কিমা বেলপেপার

keema stuffed belpaper
X
Desktop Bottom Promotion