For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চিকেন মানচাও স্যুপ রেসিপি

Posted By:
|
চিকেন মানচাও স্যুপ রেসিপি
ঠান্ডা বিকেলে একটু উষ্ণতা কে না চায়। গরম স্যুপের চেয়ে এক্ষেত্রে ভাল আর কী হতে পারে। শুধু মন নয় ভরবে পেটও। কিন্তু শীতকালটা একটু আলসেও বটে। তাই রেডি হয়ে রেস্তোরাঁয় ছোটা খুব একটা কাজের কথা নয়। তার উপর রেস্তোরাঁ যাওয়া মানেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ। আর পাউডার স্যুপে এত বেশি কেমিক্যাল থাকে যে তা শরীরের পক্ষে মোটেই ভাল না। তাই গেঁতোমি কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন চিকেন মানচাও স্যুপ।

প্রায় সব চাইনিস রেস্তোরাঁর মেনুকার্ডেই এই চিকেন মানচাও স্যুপ থাকে। চাইনিস খাবার শরীরের পক্ষেও ভাল। এই স্যুপে চিকেনের পাশাপাশি সবজি, মাসরুমের মতো পুষ্টিকর উপকরণও থাকছে আবার নুডলস-এর মতো মজাদার উপকরণ। ফলে বাচ্চা থেকে বুড়ো, স্বাস্থ্য সচেতন ব্যক্তি থেকে খাদ্য রসিক সবার পছন্দের তালিকাতেই থাকে এই মানচাও স্যুপ।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন সুস্বাদু মজাদার চিকেন মানচাও স্যুপ

পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

ছবিতে দেখে নিন কীভাবে বানাবেন এই মজাদার রেসিপিটি।

উপকরণ (প্রথম ভাগ)

উপকরণ (প্রথম ভাগ)

    সিদ্ধ করে লম্বা করে কাটা মুরগীর মাংস - ১ কাপ

      চিকেন স্টক - ৪ কাপ

        কর্ণফ্লাওয়ার - ৪ টেবিলচামচ

          ধনেপাতা - ১ টেবিল চামচ (মিহি করে কুচনো)

            বাধাকপি - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

              ক্যাপসিকাম - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

                কাঁচালঙ্কা -২ টো (মিহি করে কুচনো)

                  মাসরুম - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

                    স্প্রিং অনিয়ন - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

                      উপকরণ (দ্বিতীয় ভাগ)

                      উপকরণ (দ্বিতীয় ভাগ)

                        ফ্রেঞ্চ বিন - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

                        রসুন - ১ চা চামচ (কুচনো)

                        সোয়া সস - ১ টেবিল চামচ

                          আজিনোমোটো - ১ চুটকি

                            নুন - স্বাদ অনুযায়ী

                              তেল - ১ টেবিলচামচ

                                ক্রিসপি ফ্রায়েড নুডলস সাজানোর জন্য

                                  প্রণালী (প্রথম ভাগ)

                                  প্রণালী (প্রথম ভাগ)

                                    তেল গরম করুন এতে আদা, রসুন, লঙ্কা দিয়ে ২ মিনিট ভাজুন।

                                      এতে সবজিগুলো, মাসরুম, গোলমরিচ, নুন ও ধনেপাতা দিয়ে ২ মিনিট আরও ভাজুন।

                                        এতে সিদ্ধ করা মুরগীর মাংস দিয়ে দিন। ভাল করে একসঙ্গে রান্না করুন।

                                          এতে চিকেন স্টক, সোয়া সস, নুন ও আজিনোমোটো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

                                            ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন।

                                              প্রণালী (শেষ ভাগ)

                                              প্রণালী (শেষ ভাগ)

                                                অল্প একটু জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।

                                                  স্যুপের মধ্যে কর্ণফ্লাওয়ার মিশিয়ে ভাল করে মিশিয়ে আবার ফুটতে দিন। ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।

                                                    ফ্রায়েড নুডলস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Easy Chicken Manchow Soup Recipe

Easy Chicken Manchow Soup Recipe
X
Desktop Bottom Promotion