For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অমৃতসরী স্টাফড আলু কুলচা রেসিপি

Posted By:
|
অমৃতসরী স্টাফড আলু কুলচা রেসিপি
কুলচা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। উত্তর ভারতে কুলচার জনপ্রিয়তা সবচেয়ে। বাড়িতেও হয়তো অনেকেই কুলচা তৈরিও করেছেন নিরামিষ বা আমিষ ঘন কারির সঙ্গে খাওয়ার জন্য। কিন্তু সাধারণ কুলচা ছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন রকম পুর বা স্টাফিংয়ের সাহায্যে আপনি রকমারি সুস্বাদু কুলচা তৈরি করতে পারেন।

আজ আমরা আপনাদের জন্য বেছে নিয়েছি আমৃতসরী আলু স্টাফড কুলচা

আসুন দেখে নেওয়া যাক কী কী লাগবে এই কুলচা বানাতে।

পরিবেশন: ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • ময়দা - ২ কাপ
  • দই - ২-৩ টেবিল চামচ
  • বেকিং সোডা - ১/২ চা চামচ
  • তেল- ২ টেবিলচামচ
  • নুন - স্বাদমতো

পুরের জন্য

  • আলু - ৪-৫ টি (সিদ্ধ করা)
  • কাঁচা লঙ্কা - ৩-৪ টি (কুচনো)
  • আদা - ১ ইঞ্চি টুকরো
  • আমচুর - ১ চা চামচ
  • লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
  • গরম মশলা - ১ চা চামচ
  • ধনেপাতা কুচনো - ১ টেবিল চামচ
  • নুন- স্বাদমতো

প্রণালী

  • কুলচা বানানোর উপকরণগুলি দিয়ে ভাল করে ঠেসে ঠেসে ময়দা মাখুন।
  • ময়দা মাখা হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন ময়দাটা। এইভাবে প্রায় ৩-৪ ঘন্টা রাখুন।
  • এর মাঝে একটি পাত্র নিন তাতে খোসা ছাড়ানো সিদ্ধ আলু ভাল করে চটকে মাখুন। পুরের বাকি উপকরণগুলিও ভাল করে মিশিয়ে নিয়ে পুর তৈরি করুন।
  • এবার সমান ভাগের পাঁচটা লেচি তৈরি করুন মাখা ময়দা থেকে।
  • রুটির ভিতরে আলুর পুর ভরে ভাল করে মুড়ে মুখ বন্ধ করে নিন। এবার ভাল করে আর একবার হাল্কা হাতে বেলে নিন। যেন পুর বেরিয়ে না আসে।
  • গনগনে আঁচে তাওয়া গরম করুন। তাওয়া গরম হয়ে গেলে একটি একটি করে কুলচা দিন। যতক্ষণ না হাল্কা খয়েরি রং ধরছে সেঁকতে থাকুন। একদিক হয়ে গেলে কুলচার দিকটা পাল্টে আবার ভাল করে সেঁকে নিন।
  • একইভাবে বাকি কুলচাগুলিও বানিয়ে নিন।

গুরুত্বপূর্ণ বিষয়

  • দইটা বুঝে নিন যাতে অতিরিক্ত দইয়ে ময়দাটা বেশি নরম না হয়ে যায়।
  • দইয়ের ফলে ময়দা মাখাটা নরম ও তুলতুলে হবে।
  • আপনি চাইলে তাওয়ার পরিবর্তে রুটি সেঁকার জালিও নিতে পারেন। সেক্ষেত্রে আঁচ মাঝারি রাখবেন নয়তো জ্বলে যাবে। তবে আমাদের মতে কুলচার জন্য তাওয়া ব্যবহার করাটাই উপযুক্ত।
  • যে কোনও ধরণের চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Amritsari Stuffed Aloo Kulcha Recipe

Amritsari Stuffed Aloo Kulcha Recipe
Story first published: Wednesday, July 23, 2014, 11:54 [IST]
X
Desktop Bottom Promotion