For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?

এই প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা করা হল রেল বাজেটও। রেলের সুরক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। তবে বড় কোনও ঘোষণাই করা হয়নি রেলের বাজেটে।

Google Oneindia Bengali News

এই প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা করা হল রেল বাজেটও। রেলের সুরক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। তবে বড় কোনও ঘোষণাই করা হয়নি রেলের বাজেটে। তবে যে ৭টি ঘোষণা অরুণ জেটলি এদিন বললেন তা একঝলকে দেখে নেওয়া যাক।[বাজেট ২০১৭ LIVE : বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি]

রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?

  • রেলের হৃত গৌরব ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালাবে। এর জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আইআরসিটিসি থেকে কাটা ই টিকিটে সার্ভিস চার্জ কাটা হবে না। অপারেটিং রেশিও কমে আনার চেষ্টা হবে।
  • ২০১৭-১৮ আর্থিক বছরের মধ্যে ২৫টি রেল স্টেশন তৈরি করা হবে। পর্যটনের জন্য আলাদা করে রেল পরিষেবা চালানো হবে। ৫০০টি স্টেশনে লিফট ও এসকেলেটর থাকবে। সোলার পাওয়ার দেওয়া হবে অনেক স্টেশনে। ২০১৯ সালের মধ্যে কোচের টায়ার বায়ো টায়ারের করে দেওয়া হবে।
  • যাত্রীসুরক্ষা, স্বচ্ছ্বতা বিশেষ নজর দেওয়া হবে। ১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে যাত্রী সুরক্ষার জন্য। লোকহীন লেভেল ক্রসিং ২০১৯ সালের মধ্যে তুলে দেওয়া হবে।
  • ২০১৭-১৮ রেলের বরাদ্দ ১ ৩১ কোটি টাকা হল। এর মধ্যে ৫৫ কোটি টাকা কেন্দ্র সরকার দেবে।
  • ৩৫০০ কিমি পর্যন্ত নতুন রেললাইন সম্প্রসারণ কার হবে।
  • রেলের ভাড়া নির্ধারনের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রাখা হবে। রেলের ভাড়া নির্ধারিত হবে খরচের কথায় মাথায় রেখে। তাই বাজেটে রেলের ভাড়া ঘোষণা করা হল না।
  • শহরগুলিতে মেট্রো রেলের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে। মেট্রো রেল অ্যাক্ট তৈরি হবে।
  • রেলে অভিযোগ দায়ের করতে চালু করা হচ্ছে কোচমিত্র প্রকল্প।
English summary
There is a Railway Budget. Here are the measures announced by Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X