For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও নোটিশ ছাড়াই যেকোনও সময় বাতিল হতে পারে আপনার আধার কার্ড!

আগামী জুলাই মাস থেকে আধার কার্ড না থাকলে কেউ আয়করও জমা দিতে পারবেন না বলে জানানো হয়েছে। ফলে ১২ ডিজিটের আধার কার্ড নম্বর বাতিল হলে ভারতীয় নাগরিকেরা অনেকেই সমস্যায় পড়বেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় নাগরিক হিসাবে নানা ধরনের সরকারি সুবিধা পেতে আধার নম্বরকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আগামী জুলাই মাস থেকে আধার কার্ড না থাকলে কেউ আয়করও জমা দিতে পারবেন না বলে জানানো হয়েছে।[বাতিল হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!]

বহু ধরনের পরিষেবার সঙ্গে ইতিমধ্যেই আধার নম্বরকে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে। ফলে ১২ ডিজিটের আধার কার্ড নম্বর বাতিল হলে ভারতীয় নাগরিকেরা অনেকেই সমস্যায় পড়বেন। বিশেষ করে যারা আধার নম্বরের সাহায্যে নানা সরকারি পরিষেবা ভোগ করেন, সেই শ্রেণি ক্ষতিগ্রস্ত হবেন।[ভবিষ্যতে একমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য হবে আধার কার্ড, কেন? জেনে নিন]

কোনও নোটিশ ছাড়াই যেকোনও সময় বাতিল হতে পারে আপনার আধার কার্ড!

যে যে নিয়ম জারি হয়েছে তার মধ্যে উল্লেখ্য হল -

  • ৫-১৫ বছর বয়সীদের বায়োমেট্রিক তথ্য ২ বছরের মধ্যে জমা না হলে আধার নম্বর বাতিল হবে।
  • যদি সমস্ত ধরনের তথ্য সুযোগ থাকা সত্ত্বেও কেউ জমা না দেন।
  • যদি পরে দেখা যায়, জাল তথ্যপ্রমাণ দিয়ে আধার কার্ড হাসিল করা হয়েছে।
  • যদি কেউ নতুন করে ফটো না তুলে পুরনো ফটোই জমা দিয়ে আধার কার্ড করেন।
  • যদি জমা দেওয়া তথ্যে কোনও ফাঁকফোকর থাকে।
  • এর বাইরে অন্য কোনও বিষয়ে যদি আধার কর্তৃপক্ষের কোনও সন্দেহ জাগে, তাহলে নম্বর বাতিল হতে পারে।

জানা গিয়েছে, ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ৮৫,৬৭,১৭৭টি আধার কার্ড বায়োমেট্রিক আপডেটের জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এছাড়া ৪০৮টি কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ভৌগলিক আপডেটের জন্য। এক্ষেত্রে কারও মৃত্যু, ঠিকানা বদলের মতো ঘটনায় আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে।

English summary
The government can suspend a citizen's Aadhaar number without prior notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X