For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেপ্টেম্বরে একেবারে নতুন মূল্যের নোট বাজারে আনছে আরবিআই

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

নোট জালের রমরমা কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে। খুব সম্ভবত অগাস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতেই এই নোট বাজারে আসছে।

[আরও পড়ুন:বাজারে আসার আগেই চিনে নিন নয়া ৫০ টাকার নোটের ৫ টি বৈশিষ্ট্য][আরও পড়ুন:বাজারে আসার আগেই চিনে নিন নয়া ৫০ টাকার নোটের ৫ টি বৈশিষ্ট্য]

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাকার কালোবাজারি রুখতে আরবিআই অত্যন্ত তৎপরতা দেখাচ্ছে। ফলে আগামিদিনে বিভিন্ন মূল্যের অন্তত ৫০ কোটি নতুন নোট মজুত রাখার প্রক্রিয়া চলছে।

সেপ্টেম্বরে একেবারে নতুন মূল্যের নোট বাজারে আনছে আরবিআই

এই মুহূর্তে ১০০ ও ৫০০ টাকার মাঝে আর কোনও অঙ্কের নোট বাজারে প্রচলিত নেই। ফলে এই দুটি অঙ্কের মাঝের কোনও নোট বাজারে আনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

নোট বাতিলের পর ফের বাজারে ২ হাজার টাকার নোট আসার পর অনেকেই সেই নোট জমিয়ে রেখে কালো টাকায় তা বদলে ফেলছেন। এই অভিযোগ ইতিমধ্যে আসতে শুরু করেছে। তাতে লাগাম টানতে ও জাল নোটের কারবার রুখতে ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে আরবিআই।

প্রসঙ্গত, এসবিআই ইকোনমিক রিসার্চের রিপোর্ট বলছে, আগে পুরনো ৫০০ ও ১ হাজারের নোট মিলিয়ে বাজারের মোট ৮৬ শতাংশ দখল করে রেখেছিল। তবে নতুন ৫০০ ও ২ হাজারের নোট আসার পরে তা কমে ৭০ শতাংশে এসে পৌঁছেছে।

English summary
Reserve Bank of India to introduce Rs 200 notes in September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X