For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধামাকা! মাত্র ৫০০ টাকায় ৪জি হ্যান্ডসেট আনছে রিলায়েন্স জিও, জেনে নিন কবে

নতুন ৪জি VoLTE মোবাইল হ্যান্ডসেট বাজারে আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। যার দাম হবে মাত্র ৫০০ টাকা।

  • |
Google Oneindia Bengali News

ফের বাজারে হইচই ফেলতে চলেছে রিলায়েন্স জিও। এই মাসের মধ্যেই নতুন ৪জি VoLTE মোবাইল হ্যান্ডসেট বাজারে আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। যার দাম হবে মাত্র ৫০০ টাকা।[আরও পড়ুন:বিএসএনএল-এর এমন অফারের কথা জানলে জিও প্রেমিদের মাথা ঘুরবে]

এই ফোন বাজারে এলে ফের একবার টেলিকম দুনিয়ায় হইচই পড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ২১ জুলাই রিলায়েন্স গোষ্ঠীর বার্ষিক সাভারণ সভার দিনে এই ফোন বাজারে আনার ঘোষণা করা হতে পারে।[আরও পড়ুন:জিও-র নয়া ধামাকা, শুরু হল মাসে ১০০ জিবি ফ্রি ডেটা অফার]

ফের ধামাকা! মাত্র ৫০০ টাকায় ৪জি হ্যান্ডসেট আনছে রিলায়েন্স জিও, জেনে নিন কবে

তারপরই জিও-র নতুন ট্যারিফ প্ল্যানও ঘোষণা করা হবে। কারণ গত এপ্রিলে ৮৪ দিনের 'ধন ধনা ধন' অফারের দিন প্রায় শেষ হয়ে আসছে। এমনটাই রিলায়েন্স সূত্রে খবর।[আরও পড়ুন:জিওকে টক্কর দিতে এবার আরও সস্তা ভোডাফোন]

এই মুহূর্তে যারা ২জি ফোন ব্যবহার করেন তারা যাতে সরাসরি ৪জি ফোন ব্যবহার করতে পারেন সেজন্য মাত্র ৫০০ টাকায় ৪জি ফোন বাজারে আনছে জিও। এর ফলে প্রতিটি মোবাইল সেট পিছু রিলায়েন্সকে ৬৫০-৯৭৫ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হবে বলে এইচএসবিসি ডিরেক্টর ও টেলিকম বিশ্লেষক রাজীব শর্মা জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ট্যারিফ প্ল্যান ও নতুন হ্যান্ডসেট বাজারে এনে জিও ফের একবার টেলিকম দুনিয়ায় ঝড় তোলার অপেক্ষায় রয়েছে।

রিলায়েন্স জিও ৪জি অফার বাজারে এলেও সাধ্যের মধ্যে ৪জি ফোন না থাকায় গ্রাহকের সংখ্যা আর সেভাবে বাড়েনি। তবে নতুন পদক্ষেপের ফলে এখন কম রোজগেরে সাধারণ মানুষের হাতেও ৪জি পরিষেবা তুলে দেওয়া যাবে। ফলে আরও বেশি করে মানুষ রিলায়েন্স জিও-র সঙ্গে যুক্ত হবেন বলে সংস্থা মনে করছে।

এই জুলাইয়ে লঞ্চ করলেও আগামী ১৫ অগাস্ট থেকে জিও-র এই ৫০০ টাকার ফোন আমজনতার হাতে আসতে চলেছে বলে খবর।

English summary
Reliance Jio may disrupt the market again with a Rs 500 4G VoLTE handset
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X