For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েদের সাজগোজে কতটা প্রভাব ফেলবে জিএসটি, জেনে নিন একনজরে

রেডিমেড পোশাক যেমন সালওয়ার কামিজ, কুর্তা, স্কার্ট, টপ ও জিন্সের দাম বাড়তে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

মেয়েদের শাড়ি ও প্রসাধনীর দাম জিএসটি বলবৎ এর পরে বাড়তে চলেছে। প্রস্তাব অনুযায়ী ১ হাজার টাকা পর্যন্ত দামের পোশাকের উপরে ৫ শতাংশ হারে কর আদায় করা হবে। রেডিমেড পোশাক যেমন সালওয়ার কামিজ, কুর্তা, স্কার্ট, টপ ও জিন্সের দাম বাড়তে চলেছে। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

সিন্থেটিক ও হাতে তৈরি ফ্যাব্রিক পোশাকের দামে ১৮ শতাংশ কর বসবে। ফলে শাড়ির উপরে তার প্রভাব পড়বে। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

মেয়েদের সাজগোজে কতটা প্রভাব ফেলবে জিএসটি, জেনে নিন একনজরে

সুরাটের বস্ত্রশিল্প সংস্থা যেমন জানিয়েছে কোনওভাবেই তারা জিএসটির পক্ষে নয়। এর ফলে তাদের আয়ের মার্জিনে ফারাক পড়বে বলেই তারা মতপ্রকাশ করেছে। এর ফলে সুরাটে বস্ত্রশিল্পের সঙ্গে জড়িতরা বিক্ষোভও দেখাচ্ছেন। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]

অন্যদিকে শাড়ির উপরে আলাদা ভ্যাট কোনও রাজ্যই আদায় করছে না। এছাড়া মেয়েদের ব্যবহৃত কুমকুম, সিঁদুর, টিপ, চুড়িকেও জিএসটির বাইরে রাখা হয়েছে। তবে স্টিক কাজলের উপরে ১৮ শতাংশ কর বসানো হয়েছে।

এছাড়া সেলুন বা পার্লারে পরিষেবায় ১৮ শতাংশ কর বসছে। যা এই মুহূর্তে ১৫ শতাংশ রয়েছে।

English summary
Readymade garments price under GST tax slab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X