For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌর শক্তির বিডিং পদ্ধতিতে স্বচ্ছ্বতা আনতে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের

গ্রিড সৌর শক্তি প্রকল্পগুলি থেকে বিদ্যুৎ নিতে এবার প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই বিডিং পদ্ধতি হবে বিদ্য়ুতের দামের ভিত্তিতে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের সকলের জন্য ২৪x৭ বিদ্যুৎ পরিষেবা প্রকল্পে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় নতুন ও অপ্রচলিত শক্তিমন্ত্রক। গ্রিড সৌর শক্তি প্রকল্পগুলি থেকে বিদ্যুৎ নিতে এবার প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিডিং পদ্ধতি হবে বিদ্য়ুতের দামের ভিত্তিতে।

সৌর শক্তির বিডিং পদ্ধতিতে স্বচ্ছ্বতা আনতে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের

২০০৩ সালের বিদ্যুৎ আইনের ৬৩ নং ধারায় এই নির্দেশিকা জারি করা হয়েছে চলতি মাসের ৩ তারিখে। প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে ৫ মেগাওয়াট বা তার বেশি ক্ষমতা সম্পন্ন গ্রিড সংযুক্ত সৌর শক্তি প্রকল্পগুলি থেকেই দীর্ঘ মেয়াদী চুক্তির ভিত্তিতে বিদ্যুৎ নেওয়া হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। সেক্ষেত্রে সর্বনিম্ন পিপিএ-র মেয়াদ ২৫ বছর রাখা হয়েছে। নয়া নির্দেশিকার ফলে সৌর শক্তি নেওয়ার ক্ষেত্রে নিলামের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আসবে। সেইসঙ্গে বিদ্যুতের দামও নিয়ন্ত্রণে থাকায় গ্রাহকদের অধিকারও রক্ষা করা সম্ভব হবে বলে নয়ুন ও অপ্রচলিত শক্তিমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। নয়া নির্দেশিকায় বিডিং প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে ই- বিডিংও চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন:প্রযুক্তি নির্ভর বিদ্যুতায়নের মাধ্যমে ভারতে বিপ্লবের পথে মোদী সরকার][আরও পড়ুন:প্রযুক্তি নির্ভর বিদ্যুতায়নের মাধ্যমে ভারতে বিপ্লবের পথে মোদী সরকার]

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অপ্রচলিত শক্তির সম্প্রসারণ প্রকল্প রূপায়ণের কাজ চলছে ভারতে। বিভিন্নভাবে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা এনে সৌর বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২.৪৪ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। এভাবেই গত তিন বছরে সৌর বিদ্যুতের বাজারকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। একইসঙ্গে গ্রিডগুলির ক্ষমতাও ৪ গুন বাড়িয়ে তোলা সম্ভব হয়েছে।

English summary
Power Ministry issues new guidelines on tariff based competitive bidding of solar power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X