For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিলায়েন্স জিও-য় বিভেদ আরও বাড়ল দুইভায়ের

নাম না করে টেলিকম ব্যবসায় বর্তমান পরিস্থিতির জন্য রিলায়েন্স জিওকেই দায়ী করল রিলায়েন্স কমিউনিকেশন। অনিল আম্বানির আর-কম বলছে, নতুন সংস্থার জন্যই টেলিকম ফার্ম গুলিতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে

Google Oneindia Bengali News

নাম না করে টেলিকম ব্যবসায় বর্তমান পরিস্থিতির জন্য রিলায়েন্স জিওকেই দায়ী করল রিলায়েন্স কমিউনিকেশন। নাম না করে টেলিকম শিল্পে নতুন অপারেটর হিসেবে উল্লেখ করা হলেও তা মুকেশ আম্বানির দিকেই আঙুল তোলা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রিলায়েন্স জিও-য় বিভেদ আরও বাড়ল দুইভায়ের

অনিল আম্বানির আর-কম বলছে, নতুন সংস্থার জন্যই টেলিকম ফার্ম গুলিতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং টেলিকম শিল্পে অর্থের পরিমাণও কমছে।

আর-কম তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রাহক বাড়াতে এবং বাজার ধরে রাখতে নতুন সংস্থার ফ্রি দেওয়ার নীতিতেই টেলিকম শিল্পের বর্তমান আর্থিক অবস্থা করুণ হয়েছে।

টেলিকম অপারেটররা যে ঋণ বাজার থেকে নিয়েছে, তা নিজেদেরকে ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্র খবর।

এদিকে এরই মধ্য়ে কর্পোরেট সংস্থাগুলিকে ধরতে আর-কম ফোরজি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সলিউশন চালু করেছে।

English summary
New operators in telecom sector are blamed for present financial situation, without naming reliance jio, told reliance communication
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X