For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিজেল-এলপিজিতে ভর্তুকি ওঠার পর এবার আরও বড় ধাক্কা আসছে

এবার ধীরে ধীরে কেরোসিনে ভর্তুকি তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

রান্নার গ্যাসের পর এবার ধীরে ধীরে কেরোসিনে ভর্তুকি তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বাজার কেন্দ্রিক সংষ্কারে মন দিয়েছে কেন্দ্র সরকার। এই ধরনের পদক্ষেপ তারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিজেল-এলপিজিতে ভর্তুকি ওঠার পর এবার আরও বড় ধাক্কা আসছে

পেট্রোলিয়াম সেক্টরে বেসরকারি কোম্পানিগুলিকে বেশি করে সুযোগ করে দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলিকে প্রতি ১৫ দিন অন্তর ২৫ পয়সা করে কেরোসিনের দাম বাড়াতে বলা হয়েছে। এভাবে ভর্তুকি না ওঠা পর্যন্ত দাম বাড়তেই থাকবে।

বর্তমানে কেরোসিনের গ্রাহক অনেক থাকলেও আগের চেয়ে তা অনেকটা কমেছে। গ্রামেও বহু মানুষ এলপিজি ব্যবহার করতে শুরু করেছেন। গত তিন বছরে কোটি কোটি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। দিল্লি-চণ্ডীগড়ের মতো শহর ইতিমধ্যে কেরোসিন-মুক্ত শহর বলে ঘোষণা হয়েছে।

কেরোসিনের ব্যবহার ২০১৬-১৭ সালে এসে ২১ শতাংশ কমে ৬৬,৭৮,৪৪৭ কিলোলিটারে এসে ঠেকেছে। সরকারি তথ্য বলছে, তা আগামিদিনে আরও কমবে। এই মুহূর্তে কেরোসিন ও রান্নার গ্যাসের ভর্তুকি কেন্দ্রের হাতে রয়েছে। তবে ধীরে ধীরে তাও তুলে দিতে চলেছে কেন্দ্র।

English summary
NDA govt to now end subsidy on kerosene after diesel and LPG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X