For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চের পর আর ফ্রি নয় জিও, কী হবে প্ল্যান? জানালেন মুকেশ আম্বানি

জিও- হ্যাপি নিউ ইয়ার অফার যা আগামী ৩১ মার্চ পর্যন্ত রয়েছে তাতে সমস্ত ভয়েস কল ও ইন্টারনেট ফ্রি রয়েছে। তবে আগামিদিনে তা থাকবে না।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২১ ফেব্রুয়ারি : এদিন মঙ্গলবার রিলায়েন্স জিও নিয়ে বড় ঘোষণা করলেন চেয়ারম্যান মুকেশ আম্বানি। জানালেন ইতিমধ্যে ১০ কোটির বেশি গ্রাহক সংখ্যায় পৌঁছে গিয়েছে জিও। তবে তার চেয়েও বড় ঘোষণা হল - জিও- হ্যাপি নিউ ইয়ার অফার যা আগামী ৩১ মার্চ পর্যন্ত রয়েছে তাতে সমস্ত ভয়েস কল ও ইন্টারনেট ফ্রি রয়েছে। তবে আগামিদিনে তা থাকবে না।[আরও বেশিদিন থাকছে জিও-র 'ফ্রি কল'? থাকছে কি আরও নতুন চমক?]

জিও প্রাইম আসতে চলেছে তার বদলে। এর ফলে মাত্র ৯৯ টাকা দিয়ে আপনি সারা বছরের জন্য জিও প্রাইম মেম্বারশিপ পাবেন। এটা পাবেন এখনকার জিও ব্যবহারকারীরা। তবে নতুন গ্রাহকদেও এই সুবিধা দেওয়া হবে।[আগামী ৩১ মার্চ পর্যন্ত রিলায়েন্স জিও-র সমস্ত কিছু ফ্রি, কারা পাবেন? জেনে নিন]

৩১ মার্চের পর আর ফ্রি নয় জিও, কী হবে প্ল্যান? জেনে নিন

একবার জিও প্রাইমের গ্রাহক হলেই এখন যে পরিষেবা আপনি জিও থেকে পাচ্ছেন, সেটাই পাবেন। তবে তার জন্য দিতে হবে মাসিক ৩০৩ টাকা। অর্থাৎ দিনে ১ জিবি করে ডেটা আপনি ১২ মাসের জন্য পাবেন। তবে মাস প্রতি খরচ পড়বে ৩০৩ টাকা। অর্থাৎ প্রতিদিন এক জিবি ডেটার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ১০ টাকার সামান্য বেশি।[মাত্র ১ হাজার টাকার ৪জি ফোন আনছে জিও, সঙ্গে ভয়েস কল ও ভিডিও কলিং ফ্রি!]

এখনকার গ্রাহকেরা ভয়েস কল একেবারে বিনামূল্যে পান। সেই সুবিধা আগামিদিনেও জারি থাকবে। নতুন জিও প্রাইম পরিষেবা অনুযায়ী সেখানেও ভয়েস কল পরিষেবা বন্ধ থাকবে।[রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল]

English summary
Mukesh Ambani says Jio won't be free after March 31, announces Jio Prime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X