For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

সারা দেশে মাত্র ১ লক্ষ ৭২ হাজার মানুষের ঘোষিত রোজগার ৫০ লক্ষ টাকার বেশি। তবে মাঝের সময়ে ১.২ কোটি গাড়ি কেনা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : সারা দেশে মাত্র ১ লক্ষ ৭২ হাজার মানুষের ঘোষিত রোজগার ৫০ লক্ষ টাকার বেশি। তবে মাঝের সময়ে ১.২ কোটি গাড়ি কেনা হয়েছে। ২ কোটি মানুষ বিদেশে কাজের সূত্রে অথবা ঘুরতে গিয়েছেন। ফলে দেশে প্রচুর মানুষ এণন রয়েছেন যারা সক্ষম হলেও আয়কর দেন না। এমন মানুষদের বিরুদ্ধে সরকার অভিযান চালিয়ে যাবে বলে বাজেট পেশের সময়ে অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর পাশাপাশি আয়কর সংক্রান্ত যে ঘোষণাগুলি তিনি করেছেন সেগুলি জেনে নেওয়া যাক।[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]

বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

  • ৩ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনও আয়কর দিতে হবে না। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত যাদের আয় তাদের ১০ শতাংশ সারচার্জ দিতে হবে।[বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!]
  • যাদের বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকা তাদের ২৫০০ টাকা আয়কর দিতে হবে। যাদের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকা তাঁরা ৮০সি ধারা মেনে বিনিয়োগ করলে আয়কর দিতে হবে না।
  • এর ফলে যে সমস্ত মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাদের আয়ে ৫০ শতাংশ সেভিংস করার সুযোগ পাবেন।[সাধারণ বাজেট: কী কী পেল প্রতিরক্ষা ক্ষেত্র? ]
  • বর্তমানে যারা আয়কর দেন না তাদের জন্য যারা নিয়ম মেনে আয়কর দেন তাদের উপরে বেশি চাপ পড়ে। ফলে সকলকে যাতে কর ব্যবস্থার মধ্যে আনা যায় তাই ২.৫-৫ লক্ষ টাকার মধ্যে থাকা ব্যক্তিদের ৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা ছিল ১০ শতাংশ। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।[Budget 2017 গুরুত্বপূর্ণ অংশগুলি জেনে নিন একনজরে]
English summary
Income Tax rate for annual income between Rs 2.5 lakh to 5 lakh reduced to 5% from 10%. Zero tax liability for people with annual income of Rs 3 lakh. Surcharge of 10% on individuals earning between Rs 50 lakh to Rs 1 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X