For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিক্কার ইস্তফায় এক ধাক্কায় ইনফোসিসের ভাঁড়ার থেকে উবে গেল ৩০ হাজার কোটি টাকা

বিশাল সিক্কা ইস্তফা দেওয়ার পরই বড় ধাক্কা খেল দেশের অন্যতম বৃহত্তম আইটি সংস্থার অন্যতম। একলপ্তে শেয়ার বাজার থেকে ইনফোসিসের ৩০ হাজার কোটি টাকা উবে গেল।

  • |
Google Oneindia Bengali News

বিশাল সিক্কা ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বড় ধাক্কা খেল দেশের অন্যতম বৃহত্তম আইটি সংস্থার অন্যতম। একলপ্তে শেয়ার বাজার থেকে ইনফোসিসের ৩০ হাজার কোটি টাকা উবে গেল।

ইনফোসিসের ভাঁড়ার থেকে উবে গেল ৩০ হাজার কোটি টাকা

সিক্কা নাম না করে ইস্তফার কারণ হিসাবে বেশ কিছু কর্তাকে দায়ী করে গিয়েছেন। মনে করা হচ্ছে, নারায়ণমূর্তির সঙ্গে ঝামেলার জেরেই সিক্কা পদ থেকে সরে দাঁড়ালেন।

এই ঘটনার জেরে ইনফোসিসের মার্কেট ক্যাপিটালাইজেশনে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ইনফোসিসে ৩.৪৪ শতাংশ শেয়ার রয়েছে নারায়ণমূর্তি ও পরিবারের। তাঁদের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে একবেলায়।

ইনফোসিসের স্টক ১৩ শতাংশ কমে এদিন ৮৮৪.২০ টাকায় এসে দাঁড়িয়েছে। যা গত কয়েকবছরে সর্বকালীন কম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই ঘটনায় বিনিয়োগকারীরা খুশি নন, আর তাই অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সিক্কার ইস্তফার জন্য ইনফোসিসের বোর্ডের তরফে নারায়ণমূর্তিকেই দায়ী করা হয়েছে। বলা হয়েছে, প্রাক্তন অধিকর্তা তথা প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণমূর্তির ক্রমাগত ব্যক্তিগত আক্রমণের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সিক্কা। সংস্থার কর্ণধারের পদ থেকে ইস্তফা দিলেও এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে সিক্কা থাকবেন বলে জানা গিয়েছে।

English summary
Infosys CEO wipes out Rs 30,000 crore investors' wealth after Vishal Sikka's resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X