For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাক্কা খেতে চলেছে রাজ্যের শিল্প সম্ভাবনা, উঠে যেতে পারে এই সংস্থা

তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহিন্দ্রা সম্ভবত বিদায় নিতে চলেছে এরাজ্য থেকে। কাজ হারাতে পারেন প্রায় ২০০০ কর্মী, কাঠগড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

তল্পিতল্পা গুটিয়ে সম্ভবত এরাজ্যে বিদায় নিতে চলেছে তথ্য প্রযুক্তি সংস্থা টেক মহিন্দ্রা। বেশ কিছুদিন ধরেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে শিল্পমহল সূত্রে খবর। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছরের গোড়াতেই তারা এরাজ্যে ছেড়ে চলে যাবে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: শালবনির জমি ফেরাতে আগ্রহী জিন্দাল গোষ্ঠী, কিন্তু কী হবে সেখানে][আরও পড়ুন: শালবনির জমি ফেরাতে আগ্রহী জিন্দাল গোষ্ঠী, কিন্তু কী হবে সেখানে]

ধাক্কা খেতে চলেছে রাজ্যের শিল্প সম্ভাবনা, উঠে যেতে পারে এই সংস্থা

প্রযুক্তির যন্ত্রণায় গোটা বিশ্বেই কাজ হারাচ্ছেন বহু মানুষ। মানুষের জায়গা ক্রমাগত মেশিন নিয়ে নেওয়ায় একদিকে যেমন দক্ষ কর্মীর চাহিদা কমেছে তেমনই ছোট হয়েছে কাজের বাজারও। এরাজ্যে এমনিতেই শিল্পের বাজার মন্দা। অনেক চেষ্টা করেও নতুন কোন শিল্প গোষ্ঠী এরাজ্যে আসতে রাজি হচ্ছে না। এসইজেড জটে আটকে রয়েছে ইনফোসিসের আসাও। তারওপর টেক মহিন্দ্রার মত তথ্যপ্রযুক্তি সংস্থা রাজ্য ছেড়ে চলে যাওয়া সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে শিল্পমহল।

ধাক্কা খেতে চলেছে রাজ্যের শিল্প সম্ভাবনা, উঠে যেতে পারে এই সংস্থা

ধাক্কা খেতে চলেছে রাজ্যের শিল্প সম্ভাবনা, উঠে যেতে পারে এই সংস্থা

শিল্পমহল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতায় টেক মহিন্দ্রার কর্মী সংখ্যা প্রায় ২০০০, যাঁর বেশিরভাগই কাজ করছেন বিপিও সেক্টরে। কিন্তু টেক মহিন্দ্রা যে উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তিতে কাজ করে, তার প্রায় কিছুই হয় না কলকাতায়। ফলে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে বিশেষ আগ্রহী নয় এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এবিষয়ে কলকাতার কর্মীদের সঙ্গে শীর্ষ কর্তাদের আলোচনাও চলছে বলে সূত্রের খবর। এখানকার কর্মীরা বেঙ্গালুরু অথবা অন্য কোথাও যেতে আগ্রহী কিনা তাও জানার চেষ্টা করছেন টেক মহিন্দ্রার শীর্ষ কর্তারা।

ধাক্কা খেতে চলেছে রাজ্যের শিল্প সম্ভাবনা, উঠে যেতে পারে এই সংস্থা

বানতলার কাছে বছর দশেক আগে জমি কিনেও নানা আইনি জটে সেখানে ক্যাম্পাস গড়তে পারেনি টেক মহিন্দ্রা। কিন্তু এবার যদি তারা সত্যিই রাজ্য থেকে পাট গুটিয়ে ফেলে তা হলে রাজ্য় সরকার শিল্পক্ষেত্রে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

English summary
IT company Tech Mahindra reported to withdraw its services from West Bengal. Automation held responsible for many techies to lose their job.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X