For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ৫০ টাকার পুরনো নোট উঠে গিয়ে আসছে নতুন নোট! কী বলছে আরবিআই

পুরনো বাজার চলতি ৫০ টাকার নোটের বদলে নতুন নোট বাজারে আসতে চলেছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

গতবছরের শেষ থেকে নতুন ৫০০ ও ১ হাজার টাকার নোট বাজারে এসেছে। পুরনো সমস্ত ওই মূল্যের নোট বাতিল হয়ে গিয়েছে। এবার পুরনো বাজার চলতি ৫০ টাকার নোটের বদলে নতুন নোট বাজারে আসতে চলেছে বলে খবর।

এবার ৫০ টাকার পুরনো নোট উঠে গিয়ে আসছে নতুন নোট!

গতবছরই আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল জানিয়েছিলেন, ২০০৫ গান্ধী সিরিজের নতুন ৫০ টাকার নোট বাজারে আনা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন নোটে আরবিআই গভর্নর হিসাবে উর্জিত প্যাটেলের সই থাকবে। ছাপার বছর লেখা থাকবে ২০১৬ সালের হিসাবে।

নতুন পঞ্চাশ টাকার নোটটি দেখতে অনেকটা পাঁচশো টাকার নতুন নোটের মতোই। তবে পাঁচশো টাকার নোটের রঙটা যেমন কালচে সবুজ রঙের, তেমনই নতুন পঞ্চাশ টাকার নোট দেখতে অনেকটা নীলচে সবুজ রঙের। বাকী নকশা একইরকমের। এবং এতে আরবিআই গভর্নর হিসাবে উর্জিত প্যাটেলের নাম রয়েছে।

এবার ৫০ টাকার পুরনো নোট উঠে গিয়ে আসছে নতুন নোট! কী বলছে আরবিআই

গতবছরে যখন নতুন ৫০০ ও ১ হাজার টাকার নোট ছাপানোর ছবি বাইরে এসেছিল, সেইসময় আরবিআই প্রথমে ঘটনা স্বীকার করতে চায়নি। এবারও নতুন ৫০ টাকার নোট বাজারে আসার কথা আরবিআইয়ের তরফে এখনও স্বীকার করা হয়নি।

English summary
Govt to introduce new 50 rupees note, RBI have not confirmed that yet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X