For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ লক্ষ প্যান কার্ড বাতিল হয়েছে, আপনার কার্ডটি সচল তো? কীভাবে পরীক্ষা করবেন জানেন

আপনার প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে নাকি তা সচল হয়েছে তা সহজেই জেনে নেওয়া যেতে পারে আয়করের ওয়েবসাইট থেকে।

  • |
Google Oneindia Bengali News

লক্ষ লক্ষ জাল প্যান কার্ড নিহ্নিত করার পরে কেন্দ্র সরকারের তরফে ১১.৪৪ লক্ষ প্যান কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সরকারি নিয়মানুযায়ী একজন ব্যক্তি কখনই একটির বেশি কার্ড বহন করতে পারবেন না। ফলে কারও দুটি কার্ড থাকলে তা বাতিল হয়েছে। আবার কারও জাল প্যান কার্ড থাকলে তাও বাতিল হয়ে গিয়েছে।

[আরও পড়ুন:একটু অসতর্কতাতে বাতিল হতে পারে আপনার প্যান কার্ড][আরও পড়ুন:একটু অসতর্কতাতে বাতিল হতে পারে আপনার প্যান কার্ড]

আপনার প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে নাকি তা সচল হয়েছে তা সহজেই জেনে নেওয়া যেতে পারে আয়করের ওয়েবসাইট থেকে। কীভাবে প্যান সচল রয়েছে কিনা তা যাচাই করবেন তা দেখে নিন একনজরে।

লক্ষ লক্ষ প্যান কার্ড বাতিল হয়েছে, আপনার কার্ডটি সচল তো? কীভাবে পরীক্ষা করবেন জানেন

প্যান নম্বর যাচাই করতে প্রথমে http://www.incometaxindiaefiling.gov.in এ গিয়ে 'Know Your PAN' অপশনে ক্লিক করতে হবে। ওয়েবাসাইটের বাঁ দিকের কলামে ক্লিক করতে এতে যাওয়া যাবে।

[আরও পড়ুন:প্যান ও আধার কার্ডে তথ্যে গোলমাল? উপায় বাতলাচ্ছে আয়কর, ঠিক করুন বাড়িতে বসেই][আরও পড়ুন:প্যান ও আধার কার্ডে তথ্যে গোলমাল? উপায় বাতলাচ্ছে আয়কর, ঠিক করুন বাড়িতে বসেই]

সেখানে গিয়ে আপনার সম্পর্কে তথ্য দিতে হবে। তবে মনে রাখবেন, আগে যে ফোন নম্বর দিয়েছিলেন, সেই নম্বরটিই এখানে আপনাকে দিতে হবে। সব লাইন ফিলআপ করার পরে একটি ওটিপি আসবে আপনার মোবাইলে। সেটি দিয়ে 'ভ্যালিডেট' অপশনে ক্লিক করলেই জানা যাবে আপনার প্যান নম্বরটি সচল রয়েছে কিনা।

English summary
Govt deactivates 11.44 lakh PAN cards, Is your card still valid, know the status
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X