For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যান্ড্রয়েডের নতুন ভার্সানের নাম ঘোষণা করল গুগল, এবার আর মিষ্টির নামে নয় অ্যান্ড্রয়েড ৮

গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নয়া অ্যান্ড্রয়েডের নতুন ভার্সান হল ওরিও, নয়া আপডেট আসবে বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

অবসান হল সব জল্পনার। ঘোষণা করা হল অ্যান্ড্রয়েড 'ও'-র নাম। এতদিন ধরে অনেকেই ভাবছিলেন এবার কোন জিভে জল আনা মিষ্টির নামে হতে চলেছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সানের। সোমবার রাতেই গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নয়া অ্যান্ড্রয়েডের নতুন ভার্সান হল ওরিও। বিশ্ববিখ্যাত বিস্কুটের নামেই এবার নামকরণ করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮-এর।

[আরও পড়ুন :সারাহা অ্যাপে মেতেছে গোটা ওয়েব দুনিয়া, আপনি খোঁজ রাখছেন কি][আরও পড়ুন :সারাহা অ্যাপে মেতেছে গোটা ওয়েব দুনিয়া, আপনি খোঁজ রাখছেন কি]

অ্যান্ড্রয়েডের নতুন ভার্সানের নাম ঘোষণা করল গুগল, এবার আর মিষ্টির নামে নয় অ্যান্ড্রয়েড ৮

নামকরণ তো না হয় হল, কিন্তু নয়া ভার্সানের আপডেট আসবে তো স্মার্টফোনে। এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে আমজনতাকে। প্রতিবারই দেখা যায়, অ্যান্ড্রয়েডের কোনও ভার্সান বাজারে এলেই বিভিন্ন স্মার্টফোন নির্মাতা সংস্থা ওই ভার্সানের মত করে নিজস্ব একটি অপারেটিং সিস্টেমের স্তর চাপিয়ে দেয়। যার ফলে নতুন অ্যান্ড্রয়েড ভার্সান ফোনে আসতে অনেকটা দেরি হয়। বেশিরভাগ স্মার্টফোনই নতুন আপডেট পায় না। অ্যান্ড্রয়েডের আগের ভার্সান নোগাট আপডেট এখনও পর্যন্ত মাত্র ১২.৩ শতাংশ ফোনেই এসেছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওরিও আপডেট ছাড়তে শুরু করেছে তারা। প্রাথমিকভাবে গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি ও নেক্সাস প্লেয়ার স্মার্টফোনগুলিতেই এই আপডেট আসছে। এই স্মার্টফোনগুলি গুগলের নিজস্ব বলেই আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়াও নোকিয়ার সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই আপডেট আসবে।

এছাড়াও যে স্মার্টফোনগুলিতে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট পাওয়া যাবে সেগুলি হল ওয়ান প্লাস ৫, এইচটিসি ইউ১১, স্যামসাং, সোনি, লেনোভো, মোটোর বেশ কয়েকটি ফোনে। তবে ওরিও আপডেট কতদিনে আসবে সেবিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।

English summary
Google finally reveals the name of new android version as Android Oreo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X