For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন দেশ কবে প্রথম জিএসটি চালু করে সেই ইতিহাস জানেন কি

এই মুহূর্তে বিশ্বের ১৬০টির মতো দেশে জিএসটি চালু রয়েছে। তবে জানেন কি, বিশ্বে প্রথম কোন দেশে জিএসটি চালু হয়?

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার ৭০ বছর পরে ভারতে আগামী ১ জুলাই থেকে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কিছুদিন আগেই তা ঘোষণা করেছেন। ফলে শুক্রবার মাঝরাতে সংসদে বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে এই নতুন কর ব্যবস্থাকে সারা দেশে বলবৎ করা হবে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]

ভারতে এই কর ব্যবস্থা চালু হলে এক নতুন পথ চলা শুরু হবে। এই মুহূর্তে বিশ্বের ১৬০টির মতো দেশে জিএসটি চালু রয়েছে। সেই তালিকায় ঢুকে যাবে ভারতের নামও। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

কোন দেশ কবে প্রথম জিএসটি চালু করে সেই ইতিহাস জানেন কি

তবে জানেন কি, বিশ্বে প্রথম কোন দেশে জিএসটি চালু হয়? ফ্রান্সে ১৯৫৪ সালে প্রথম জিএসটি চালু হয়। তারপরে ধীরে ধীরে সত্তর ও আশির দশকে জার্মানি, ইতালি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ জিএসটি চালু করে।

চিন ১৯৯৪ সালে ও রাশিয়া ১৯৯১ সালে জিএসটি চালু করে। এদিকে সৌদি আরবের মতো দেশ ২০১৮ সালে জিএসটি বলবৎ করবে বলে পরিকল্পনা করেছে।

ভারতে ৮০-৯০ শতাংশ পণ্য জিএসটির অধীনে রয়েছে যেগুলি করের আওতায় আসবে। অত্যাবশ্যকীয় ও ভোগ্যপণ্যের বেশিরভাগই কর হীন অথবা ৫ শতাংশ করের আওতায় রয়েছে। জিএসটি চালু হলে বর্তমানে ১৬ ধরনের করের পরিবর্ত হবে। তার মধ্যে ৭টি কেন্দ্রীয় কর, একটি পরিষেবা কর ও ৯টি রাজ্য কর রয়েছে।

English summary
France 1st country to implement GST in 1954, China adopted in 1994
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X