For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি-তে কোন জিনিসের কত দাম, নিমেষে জানাবে মোদীর এই নয়া অ্যাপ

জিএসটি নিয়ে নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

'জিএসটি রেটস ফাইন্ডার' নামে নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর ফলে যারা জিএসটি জমা দিচ্ছেন তার বিভিন্ন করের স্ল্যাব সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন। [আরও পড়ুন : জিএসটি নিয়ে ৮টি মিথ]

এই মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আপাতত তা শুধুমাত্র অ্যান্ড্রসেড ফোনেই পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি তা আইওএস ফোনেও পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন রবিশঙ্কর প্রসাদ। [আরও পড়ুন : জিএসটি চালুর নেপথ্যে আমলাদের এই 'কোর টিম' কাজ করেছে]

জিএসটি-তে কোন পণ্যের কত দাম তা জানুন নতুন অ্যাপে

এই মোবাইল অ্যাপ যেকোনও মোবাইলে ডাউনলোড করা যাবে এবং অফলাইনে থেকেও এতে দাম জানা বা করের ধার সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক কোনও পণ্য বা পরিষেবা সম্পর্কে কত টাকা কর দিতে হবে তা সহজেই জানতে পারবেন। [আরও পড়ুন : আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন]

নতুন অ্যাপ থেকে জানার পাশাপাশি গ্রাহকেরা 'সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমস' এর ওয়েবসাইটে গিয়ে দাম বা কর সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, জিএসটির মধ্যে কেন্দ্রীয় জিএসটি কতটা, রাজ্যের জিএসটি কতটা ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতটা জিএসটি দিতে হবে তা জানা যাবে।

শুধু করদাতারা নন, দেশের প্রতিটি সাধারণ মানুষ যাতে জিএসটির পর প্রতিটি পণ্যের সঠিক দাম জানতে পারে সেজন্য এই অ্যাপের অসীম গুরুত্ব রয়েছে বলে অর্থমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। এর ফে পরিষেবা আরও স্বচ্ছ্ব হবে বলেই জানানো হয়েছে। এবং ব্যবসায়ীরাও এর ফলে উপকৃত হবে, জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

English summary
FM Arun Jaitley launches 'GST Rates Finder' mobile app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X